জেনেভা বিমানবন্দরে আসিফ নজরুলকে হেনস্তা, তারেক রহমানের তীব্র নিন্দা
ছবি: সংগৃহীত
সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তীব্র নিন্দা জানিয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে তারেক রহমান বলেন, এই আচরণ শুধু শিষ্টাচার বহির্ভূতই নয়, বরং দেশের মর্যাদার ওপর এক আঘাত।
বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার (৭ নভেম্বর) ফ্রান্স যাওয়ার পথে ড. আসিফ নজরুলকে জেনেভা বিমানবন্দরে কতিপয় আওয়ামী লীগের কর্মীরা ঘিরে ধরে অশোভন আচরণ করে। এই আচরণে প্রমাণিত হয়, তারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী নয় এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ নয়। তিনি আরও বলেন, “আওয়ামী লীগের সমর্থকরা বিদেশের মাটিতে গণতন্ত্রপন্থী ব্যক্তিদের উপর আক্রমণ চালাচ্ছে, যা ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ।”
তারেক রহমান আরও উল্লেখ করেন, ড. আসিফ নজরুলের ওপর এই অশালীন আচরণ বর্তমান দু:শাসনেরই প্রতিফলন, যেখানে সরকার মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারকে উপেক্ষা করছে।
সুইজারল্যান্ডে স্থানীয় আওয়ামী লীগের নেতারা এই ঘটনায় জড়িত ছিলেন বলে সূত্র জানায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল আওয়ামী সমর্থক ড. আসিফ নজরুলকে ঘিরে বিভিন্ন উস্কানিমূলক প্রশ্ন করছেন এবং উত্তেজিতভাবে স্লোগান দিচ্ছেন।
এই ঘটনার পর বিএনপি’র পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের এমন কর্মকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।