ঢাকায় রাস্তা ও ফুটপাতে দোকান বসানোর নিষেধাজ্ঞা: চাঁদাবাজি দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত
ঢাকার রাস্তায় দোকান বসানোর বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। বুধবার ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বিশেষ সভায় তিনি বলেন, “ঢাকার রাস্তায় এখন থেকে আর কোনও দোকান বসতে পারবে না।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও স্পষ্ট করে জানান, “রাস্তা আর ফুটপাত এক জিনিস নয়। শুধুমাত্র রাস্তাতেই দোকান বসানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে ফুটপাতের বিষয়ে আলাদাভাবে বিবেচনা করা হবে।”
আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনাকালে চাঁদাবাজির বিষয়ে জাহাঙ্গীর আলম স্বীকার করেন যে, সাম্প্রতিককালে চাঁদাবাজির মাত্রা বেড়েছে। তিনি বলেন, “যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
উপদেষ্টা আরও জানান, ঢাকার মোহাম্মদপুর একসময় একটি ঝামেলাপূর্ণ এলাকা ছিল, তবে এখন অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে। মোহাম্মদপুর মডেল অনুসরণ করে অন্যান্য এলাকাতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। ইতোমধ্যে রাস্তায় দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নবাগত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজ সহজ করতে তিনি বলেন, “মাঠ পর্যায়ে যেসব নতুন সদস্য কাজ করছেন তাদের ঢাকা শহরের অলিগলি চেনার জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ দেওয়া হবে।” এছাড়াও, রিকশার মূল সড়কে চলাচল নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিদ্যুৎ মন্ত্রণালয়কে চার্জিং পয়েন্ট বন্ধের জন্য নির্দেশ দেওয়া হবে।
এই পদক্ষেপগুলো নেওয়ার মাধ্যমে ঢাকার সড়ক ও ফুটপাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছেন।