শেখ হাসিনার দেশত্যাগ লজ্জাজনক: সারজিস আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সারজিস আলম। ছবি: সংগৃহীত
মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মো. সারজিস আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অত্যন্ত লজ্জাজনক। তিনি বলেন, “কেউ কল্পনাও করেনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবেন। তার শাসনামলে নিজের সর্বশক্তিমান দাবি করাটাই কেবল বাকি ছিল। এতকিছুর পরেও নেতাকর্মীদের নিয়েও যেতে পারেননি।"
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে মাদারীপুর পৌরসভা হলরুমে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম আরও উল্লেখ করেন, "গত ৫ আগস্টের পর থেকে কিছু ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে, যারা কেবল সুবিধাবাদী। তাদের চিহ্নিত না করলে, এরা আমাদের আন্দোলনের ইমেজ নষ্ট করবে। অনেক জেলাতেই এ ধরণের ঘটনার নজির রয়েছে।”
শেখ হাসিনার সরকারের ১৬ বছরের শাসনামলকে ‘অত্যাচারের যুগ’ আখ্যা দিয়ে সারজিস বলেন, "এই অত্যাচার এত দ্রুত শেষ হবে না। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে জনগণ সেই শাসন ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, কিন্তু সুবিধাবাদীরা ছাত্রদের মধ্যে বিভেদ তৈরির ষড়যন্ত্র করছে। ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখতে হবে, এই গোষ্ঠীর অনেকেই পালিয়েছে, তবে তারা আবার ফিরে আসতে বেশি সময় নেবে না।”
আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম। ভবিষ্যতে এটি রাজনৈতিক প্ল্যাটফর্মে রূপান্তরিত হবে না। তবে এ প্ল্যাটফর্মের কেউ চাইলে অন্য কোনো নামে বা ব্যানারে গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে পারে। কিন্তু আন্দোলনে সম্পৃক্ত কেউ ভবিষ্যতে যদি ফ্যাসিস্ট মনোভাব পোষণ করে বা ক্ষমতার অপব্যবহার করতে চায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বক্তৃতার শেষে তিনি বলেন, "আন্দোলনের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় এর পরিণতি শুভ হবে না।"