বাংলাদেশ অস্থিতিশীল হলে ভালো থাকবে না ভারত-মিয়ানমার: ধর্ম উপদেষ্টা
বক্তব্য রাখছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশে রাজনৈতিক কারণে ধর্মীয় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে ভারত ও মিয়ানমারও ভালো থাকবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে শারদীয় উৎসব শ্রী শ্রী দুর্গাপূজা উপলক্ষে সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা উদযাপন পরিষদের আয়োজনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সরকারের লক্ষ্য নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশ শাসন করতে আসেনি, বরং সুষ্ঠু নির্বাচন ও কিছু কিছু সংস্কার করতে কাজ করছে। দুর্গাপূজা চলাকালীন কোন দুর্বৃত্ত যদি বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করে, তবে দুর্বৃত্তদের বিস্তারিত পুলিশ কন্ট্রোল রুমে জানাবেন। এছাড়াও তাদের ধরারও নির্দেশ দেন ধর্ম উপদেষ্টা।
ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, শাসন নয়, পরবর্তী সরকারের প্লাটফর্ম তৈরি করতেই কাজ করছে বর্তমান সরকার।
ধর্ম উপদেষ্টা বলেন, পূর্বের সরকারগুলো দুর্গাপূজাতে পূজামণ্ডপগুলোতে সহযোগিতা করার জন্য সাধারণত দুই কোটি টাকা বরাদ্দ দিতো। কিন্তু বর্তমান সরকার এ বছর ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এছাড়া এবারই প্রথম প্রথাগত নিয়ম ভেঙে দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে।
তিনি বলেন, আবহমানকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপন করে থাকে। এটি বাংলাদেশের ঐতিহ্য। এবছর তারা আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।