সোমবার, ৭ অক্টোবর ২০২৪ | ২২ আশ্বিন ১৪৩১
Dhaka Prokash
Header Ad

শিক্ষায় আগ্রহ কম, ভিসি পদে আগ্রহ বেশি: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে পড়ানোর চেয়ে প্রশাসনিক পদে যাওয়ার আগ্রহ বেশি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি জানান, বেশিরভাগ শিক্ষক ভাইস-চ্যান্সেলর (ভিসি) হওয়ার দৌড়ে আছেন, কিন্তু ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করার প্রতি তাঁদের তেমন আগ্রহ নেই।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একনেক বৈঠক শেষে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. মাহমুদ বলেন, "বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষক ভিসি হওয়ার জন্য তদবির করছেন। সবাই চায় প্রশাসনিক দায়িত্ব পালন করতে, কিন্তু প্রকৃত শিক্ষাদানের দায়িত্বে তাঁদের আগ্রহ কম।"

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, শিক্ষকদের এমন মনোভাব শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হলে শিক্ষকদের আগে নিজেদের পাঠদানে মনোযোগী হতে হবে।

Header Ad

সাকিবের মিরপুরে অবসরের ভালো সম্ভাবনা দেখছে বিসিবি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলে অবসর নিতে চান। তবে তিনি দেশে ফিরতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এই অনিশ্চয়তার মধ্যে আশার আলো দেখালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন, দেশে ফিরে সাকিবের অবসর নেওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল।

সোমবার (৭ অক্টোবর) গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, “সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে। তার খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকেই অবসর নেওয়ার। আমরা আশা করছি, সবকিছু ঠিকঠাক থাকলে সাকিব বাংলাদেশ থেকেই শেষ ম্যাচ খেলবেন।”

সাকিবের দেশে ফেরার আইনি প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ফারুক আহমেদ বলেন, "আইনি বিষয়গুলো নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমি তো ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আমার ক্ষমতা সীমিত। সাকিবের ফেরার বিষয়ে সিদ্ধান্ত সরকার থেকেই আসতে হবে।"

তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলা বাহিনী, সরকার এবং উপদেষ্টারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমাদের দায়িত্ব হবে মাঠে সাকিবের খেলাধুলার সুযোগ তৈরি করা। স্টেডিয়ামের ভেতরে বা ইনডোরে অনুশীলন করার জন্য যা যা করা দরকার, সেটুকু আমরা করতে পারবো।"

উল্লেখ্য, সাকিব আল হাসানের নামে একটি হত্যা মামলা রয়েছে, এবং আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য গ্রেফতার হচ্ছেন। এ অবস্থায় সাকিব দেশে ফিরলে তারও গ্রেফতার হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই সাকিব আগে থেকেই বলেছেন যে দেশে ফিরে কিংবা দেশ ছাড়ার সময় কোনো ঝামেলায় না পড়ার নিশ্চয়তা চান তিনি।

Header Ad

শেখ হাসিনা আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন?

শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে প্রায় দুই মাস ধরে তিনি ভারতের আশ্রয়ে ছিলেন। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে বারবার প্রশ্ন উঠেছে বাংলাদেশের বিভিন্ন মহলে। তবে অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয় না পাওয়ার কারণে তিনি ভারতেই অবস্থান করছিলেন।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, শেখ হাসিনা ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন। যদিও এ বিষয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

গণমাধ্যমগুলো দাবি করছে, শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের আজমাইন শহরে আশ্রয় নিয়েছেন। সেখানে নাসিকের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে তিনি অবস্থান করছেন বলে জানা গেছে। তার সঙ্গে তার বোন শেখ রেহানাও আছেন বলে দাবি করা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, শেখ হাসিনা এবং শেখ রেহানা সেখানে দীর্ঘদিন অবস্থান করবেন না।

সংযুক্ত আরব আমিরাতে কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় হবে, সে সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, শোনা যাচ্ছে যে শেখ হাসিনা অন্য কোনো দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর আগে, সংযুক্ত আরব আমিরাত থেকে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি তা প্রত্যাখ্যান করেছিল। শুধু সংযুক্ত আরব আমিরাত নয়, ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি।

Header Ad

টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যাকাণ্ড: বাবা-ছেলেসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ভূঞাপুরে অনলাইনে জুয়া খেলা দ্বন্দ্বের মিমাংসায় বসা সালিশি বৈঠক শেষে পূর্ব শত্রুতার জেরে রাস্তায় প্রকাশ্যে মো. মুসলিম উদ্দিন (৩৪) নামে এক বালু ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) মুসলিম উদ্দিনের ভাই মুসা বাদী হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন। এতে সুজনকে প্রধান আসামি করে তার বাবা মর্তুজ আলী মণ্ডল (৫২) ও সুজনের বোন জামাই রাকিব (২৫) সহ ১৫ জনের নাম উল্লেখ করে আরও ১০/১৬ অজ্ঞাতদের নামে এই মামলা হয়।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন। হত্যার শিকার মুসলিম উদ্দিন উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা গ্রামের জহেরের ছেলে।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মামুন বলেন, ব্যবসায়ী মুসলিম হত্যার ঘটনায় তার ভাই মুসা হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় এজাহারভুক্ত আসামি হালিম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

গত শুক্রবার ৪ অক্টোবর বিকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান মহুম রমজান আলীর বাড়িতে অনলাইনে জুয়ার টাকা ভাগবাটোয়ারা দ্বন্দ্ব মিমাংসার জন্য সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মাতাব্বরদের অনলাইনে জুয়া খেলার বিষয়ে মুসলিম উদ্দিন ব্যাখা দিলে অভিযুক্তদের সাথে তর্কবিতর্কের একপর্যায়ে ক্ষিপ্ত হন আসামিরা এবং বৈঠকেই ঘটনার সূত্রপাত হয়।

এরপর সন্ধ্যার দিকে রাকিব ও সুজনের ভাগ্নে উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে রাকিব ও সুজন তাদের সঙ্গীদের মোবাইল ফোন করে সালিশি বৈঠকে ডেকে আনে। পরে মুসলিম মাটিকাটা ব্রিজপাড়ে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে বালু ব্যবসায়ী মুসলিম উদ্দিনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে। মুসলিমের স্বজনরা বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।

এই ঘটনায় মুসলিমের বাবা ও চাচাসহ আরও ৫/৬ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পথে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মুসলিম উদ্দিন মারা যান। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক অভিযুক্ত হালিম নামে একজনকে আটক করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে অনলাইনে জুয়ার ডিলার নয়নসহ অভিযুক্ত অন্যান্য আসামি পালিয়ে যান।

Header Ad

সর্বশেষ সংবাদ

সাকিবের মিরপুরে অবসরের ভালো সম্ভাবনা দেখছে বিসিবি
শেখ হাসিনা আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন?
টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যাকাণ্ড: বাবা-ছেলেসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১
১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
শিক্ষায় আগ্রহ কম, ভিসি পদে আগ্রহ বেশি: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
আবু সাঈদকে 'সন্ত্রাসী' আখ্যা দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে এবার সাময়িক বরখাস্ত
আবরারের স্মৃতি আঁকড়ে একাকী দিন কাটছে মায়ের
শিল্পকলায় নিয়োগ জালিয়াতি: লিয়াকত আলী লাকীসহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন
চঞ্চলের জনপ্রিয়তায় ভাটা !
সশস্ত্র বাহিনী বিএসইসি কার্যালয়ের নিরাপত্তায় থাকবে
বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস
নির্বাচনের চেয়েও সংস্কার গুরুত্বপূর্ণ বিষয় : প্রধান উপদেষ্টা
আর্জেন্টিনাকে কাঁদিয়ে ‘হেক্সা মিশন’ পূরণ করলো ব্রাজিল
স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই : উপদেষ্টা নাহিদ
দিল্লিতে পালিয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম
গ্রাহককে মারধরের ঘটনায় স্টার কাবাবের ১১ জন গ্রেপ্তার
সামিট গ্রুপের আজিজ খানসহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ