শিক্ষায় আগ্রহ কম, ভিসি পদে আগ্রহ বেশি: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে পড়ানোর চেয়ে প্রশাসনিক পদে যাওয়ার আগ্রহ বেশি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি জানান, বেশিরভাগ শিক্ষক ভাইস-চ্যান্সেলর (ভিসি) হওয়ার দৌড়ে আছেন, কিন্তু ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করার প্রতি তাঁদের তেমন আগ্রহ নেই।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একনেক বৈঠক শেষে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ড. মাহমুদ বলেন, "বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষক ভিসি হওয়ার জন্য তদবির করছেন। সবাই চায় প্রশাসনিক দায়িত্ব পালন করতে, কিন্তু প্রকৃত শিক্ষাদানের দায়িত্বে তাঁদের আগ্রহ কম।"
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, শিক্ষকদের এমন মনোভাব শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হলে শিক্ষকদের আগে নিজেদের পাঠদানে মনোযোগী হতে হবে।