সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের দেশত্যাগ নিয়ে যা বলল র্যাব
ছবি: সংগৃহীত
সম্প্রতি ভারতের কলকাতার ইকো পার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে দেখা গেছে। মঙ্গলবার (১ অক্টোবর) একটি বেসরকারি টিভি চ্যানেল ভিডিও ফুটেজে তাদের দেখা যায়।
ভিডিওতে আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল এবং হাজী সেলিমের এক ছেলেকেও বসে গল্প করতে দেখা যায়।
বুধবার (২ অক্টোবর) এ বিষয়ে জানতে চাওয়া হয় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌসের কাছে। কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বৈধভাবে দেশত্যাগ বা অবৈধভাবে পালানোর বিষয়ে র্যাবের কাছে কোনো তথ্য নেই। তিনি আরও বলেন, "র্যাবের দায়িত্ব ও কর্মপরিধির মধ্যে থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এখানে কোনো গাফিলতির প্রশ্ন নেই।"
উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমন-পীড়নে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এ কারণে তার বিরুদ্ধে ইতোমধ্যে অর্ধশতাধিক মামলা হয়েছে।
ভিডিও ফুটেজের মাধ্যমে এ ঘটনার সত্যতা পাওয়া গেলেও, দেশত্যাগের পেছনের প্রকৃত কারণ এবং পদ্ধতি নিয়ে সংশ্লিষ্টরা এখনো স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি।