রাজশাহীর সাবেক এমপি এনামুল ঢাকায় গ্রেপ্তার
রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক। ছবি: সংগৃহীত
রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এলিট ফোর্সটি।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এই তথ্য জানান।
র্যাব জানায়, গত ৫ আগস্ট রাজশাহী বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগ ওঠি রাজশাহী-৪ আসনের সাবেক সাংসদ সদস্য এনামুল হকের বিরুদ্ধে। সেই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। ঢাকায় এসে আত্মগোপনে ছিলেন তিনি। খবর পেয়ে আদাবরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিকালে রাজশাহীর সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।