শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪ মাঘ ১৪৩১
Dhaka Prokash

৩ বছরে ৫৫০ কোটি টাকা ঘুষ নিয়েছেন তিতাসের সাবেক এমডি হারুন!

হারুনুর রশীদ মোল্লাহ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর থেকেই দেশে চলছে সবকিছুতেই সংস্কার। পরিবর্তন করা হচ্ছে প্রায় সব সেক্টরেরই সব শ্রেণীর দুর্নীতিগ্রস্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে। এরই ধারাবাহিকতায় এবার সরিয়ে দেওয়া হলো সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সিন্ডিকেটের আরেক গডফাদার তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুনুর রশীদ মোল্লাহকে। তিন বছর ধরে তিনি তিতাস গ্যাস কোম্পানিতে এক ধরনের রামরাজত্ব কায়েম করেছিলেন।

তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে, তিনি আইনকানুনের তোয়াক্কা না করে তিন বছরে ১৫০টি প্রতিষ্ঠানকে গ্যাসের নতুন সংযোগ ও লোড বৃদ্ধি করে অন্তত ৫৫০ কোটি টাকা ঘুষ নিয়েছেন বলে দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে- গ্যাসের প্রতিটি সংযোগ ও লোড বৃদ্ধির ক্ষেত্রে ঘুষের রেট ছিল ৫ কোটি থেকে ১০ কোটি টাকা। তার সময়ে অন্তত ১ হাজার ৪০০টি অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া হয়। এসব অবৈধ সংযোগ থেকে মাসে ২০ কোটি থেকে ৩০ কোটি টাকা ঘুস আদায় করত তার সিন্ডিকেট। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও তার স্ত্রী সীমা হামিদকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে তিনি তিতাসে নিয়োগ বাগিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

হারুনুর রশীদ মোল্লাহর বিরুদ্ধে আরও অভিযোগের মধ্যে রয়েছে-তিনি কেরানীগঞ্জ এলাকায় কয়েক শ ছোট-বড় শিল্পকারখানায় অবৈধ সংযোগ দিয়ে প্রতিমাসে কোটি কোটি টাকা মাসোহারা নিতেন। গত তিন বছরে এসব কারখানায় একবারের জন্যও অভিযান চালানো হয়নি। সম্প্রতি জ্বালানি বিভাগ থেকে ওই এলাকায় গোপনে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। দায়িত্ব দেওয়া হয় জ্বালানি খাতের সবচেয়ে সৎ ও দক্ষ অফিসার হিসাবে পরিচিত গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজকে। এরপর গত দুইদিনের ঝটিকা অভিযানে ওই এলাকায় অসংখ্য অবৈধ শিল্পকারখানার সন্ধান পাওয়া গেছে।

২০২১ সালের সেপ্টেম্বরে হারুনুর রশীদ মোল্লাহ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এমডি পদে পদোন্নতি পান। দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক ঘুস ও অনিয়মের অভিযোগ উঠতে থাকে। প্রায় দুই বছরে এমডি থাকাকালীন তিনি অবৈধভাবে ১০০ কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নেন এই খাত থেকে। এই অর্থের একটা অংশ তুলে দিতেন নসরুল হামিদ বিপু সিন্ডিকেটের হাতে। বিনিময় হিসাবে ২০২৩ সালের আগস্টে তিতাসের এমডি পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। হারুনুর রশীদ মোল্লাহ বিভিন্ন জায়গায় দাবি করতেন, তার স্ত্রী নসরুল হামিদের স্ত্রীর বড় বোন। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাতারাতি বিএনপিপন্থি সেজে যান হারুনুর রশীদ। এরপর বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে দিয়ে তদবির করে ফের তিতাসের এমডি পদে চুক্তি নবায়নের চেষ্টা চালান। কিন্তু জ্বালানি সেক্টরে তার দুর্নীতি, কমিশন বাণিজ্য আর সংযোগ বাণিজ্য ভয়াবহ আকার ধারণ করায় বর্তমান অন্তর্বর্তী সরকার শুরু থেকেই তার চুক্তি নবায়নের বিরুদ্ধে ছিল।

হারুনুর রশীদ মোল্লাহ এতটাই প্রভাবশালী ছিলেন যে, যত বড় অনিয়ম-দুর্নীতি করুক না কেন প্রতিমন্ত্রী নসরুল হামিদের ঘনিষ্ঠ হওয়ায় বারবার ছাড় পেয়ে যান। সাবেক প্রতিমন্ত্রীর ছত্রছায়ায় মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে ক্যাপটিভ পাওয়ারে গ্যাস-সংযোগ, গ্যাসের নতুন সংযোগ ও অবৈধ সংযোগের রমরমা বাণিজ্য করেছেন তিনি। চুক্তি নবায়ন হওয়ার পর তিনি এতটাই বেপরোয়া হয়ে পড়েছিলেন, বড় বড় শিল্পকারখানার মালিকদের কাছে প্রতিমাসে ৫ কোটি থেকে ১০ কোটি টাকা ঘুস দাবি করতেন। যারা তাকে ঘুষ দিতেন না, তাদের নানাভাবে হয়রানি করতেন। কোনো কারণ ছাড়াই তাদের শিল্পকারখানার সংযোগ বিচ্ছিন্ন করে দিতেন। এরপর নানাভাবে করতেন হয়রানি।

তিতাসের কর্মকর্তারা বলছেন, দেশের কোনো গ্যাস বিতরণ সংস্থা ১০ মেগাওয়াটের বেশি কোনো ক্যাপটিভ পাওয়ার কেন্দ্রে গ্যাস সরবরাহ করতে চাইলে এজন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনুমতি নিতে হয়। ১০ মেগাওয়াটের বেশি এমন অন্তত ২০টি ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রকে গ্যাস-সংযোগ দিয়েছেন তিতাসের বর্তমান এমডি হারুন, যেগুলোর একটিরও অনুমতি নেওয়া হয়নি। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অনুমতি ছাড়াই গ্যাস সরবরাহ করা প্রতিটি ক্যাপটিভ কেন্দ্র থেকে ৫ থেকে ১০ কোটি টাকা নেওয়া হয়েছে। বেশকিছু ক্ষেত্রে তিতাসের এমডি ১০ মেগাওয়াটকে ভেঙে একাধিক ভাগে লোড দিয়েছেন। এতে কৌশলে এড়ানো গেছে মন্ত্রণালয়ের অনুমতি। এছাড়া অন্তত ১০০ ক্যাপটিভ কেন্দ্রকে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে ঘুষের বিনিময়ে।

গত বছরের সেপ্টেম্বর গাজীপুরের সিলভার টেক্সটাইল মিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর কাছে গ্যাস-সংযোগের আবেদন করে। ওই আবেদনে জ্বালানিমন্ত্রীর (তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কোনো সুপারিশ ছিল না। তবে সেই আবেদনের ফাইল ঢাকায় আনার জন্য তিতাসের গাজীপুর অফিসকে নির্দেশ দেন এমডি হারুন। সেখানে বলা হয়, এটি জ্বালানিমন্ত্রীর তদবির। এরপরই সিলভার টেক্সটাইল মিল সংযোগ পেয়ে যায়।

পরে প্রধানমন্ত্রীর নামে এমন নির্দেশনা দেখে গত বছরের ২৯ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জ্বালানি বিভাগের সচিবকে চিঠি পাঠানো হয়। চিঠিতে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে ঘুষের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস-সংযোগ প্রদানের বিষয়ে ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু নসরুল হামিদ বিপুর জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

অনুসন্ধানে আরও জানা যায়, মেঘনা গ্রুপের এভারেস্ট পাওয়ার জেনারেশন ৮ মেগাওয়াট অতিরিক্ত লোড চালাচ্ছিল। এজন্য লাইনটি কেটে দেওয়া হয়। পরে তিতাস বোর্ডের অনুমোদন ছাড়াই ৩ কোটি টাকা ঘুস নিয়ে ফের সংযোগ দেওয়া হয়। এছাড়া রুপালি ডাইংয়ে মিটার টেম্পারিং করে অবৈধভাবে বা চুরি করে গ্যাস নেওয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। আবার ঘুষ নিয়ে ওই রাতে সংযোগ দেওয়া হয়।

সিএনজি স্টেশনে গ্যাস-সংযোগ নিতে হলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। এই লাইসেন্স না থাকলেও একের পর এক নতুন গ্যাস-সংযোগ দিয়েছেন তিতাস গ্যাসের এমডি হারুন। তিতাস সূত্র বলছে, ঢাকায় লাইসেন্সবিহীন সিএনজি স্টেশন রয়েছে ৪০টি। এ ছাড়া নারায়ণগঞ্জে ১৫টি, নরসিংদীতে ১০টি, গাজীপুরে ১০টি, মুন্সীগঞ্জে ২টিসহ মোট ৭৯টি লাইসেন্সবিহীন গ্যাস-সংযোগ রয়েছে তিতাসের। অভিযোগ আছে, এগুলোর প্রতিটির কাছ থেকে ৫০ লাখ টাকা করে ঘুস নিয়েছেন তিতাসের এমডি।

Header Ad
Header Ad

আজহারীর তাফসিরের নামে চাঁদাবাজি চলছে: হারুন

আজহারীর তাফসিরের নামে চাঁদাবাজি চলছে: সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ । ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ অভিযোগ করেছেন, চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠেয় মাওলানা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলের নামে চাঁদাবাজি চলছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টাউন স্কুল মাঠে এক আলোচনা সভায় তিনি বলেন, "আমার গ্রামের বাড়ির কাছের এলাকায় ২২ ফেব্রুয়ারি আজহারীর তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে। দেশে তার অনেক ভক্ত রয়েছে এবং তিনি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। তবে এই মাহফিলকে কেন্দ্র করে এক মাস ধরে প্রচারণার পাশাপাশি চাঁদাবাজিও চলছে। বিভিন্ন ব্যাংক, শিল্প কারখানা এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলা হচ্ছে।"

এই মাহফিলে জামায়াতে ইসলামী নেতাদের সম্পৃক্ততার অভিযোগ তুলে হারুনুর রশীদ বলেন, "জামায়াতের বিভাগীয় সমাবেশ করবেন, তা তাফসির মাহফিলের নামে কেন? মাহফিলে সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমির আবু জার গিফারী, প্রধান অতিথি থাকবেন জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল। মানুষ এত বোকা নয়, জনগণ এসব বিষয়ে সচেতন রয়েছে।"

তিনি আরও অভিযোগ করেন, "জামায়াতের অনেক নেতা বিভিন্ন জায়গায় তাফসির মাহফিলের নামে দলীয় সভা করছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। কোরআন-হাদিসের আলোকে আলোচনা করার বদলে তারা রাজনৈতিক প্রচারণা চালাচ্ছেন। মাহফিলে উপস্থিত জনতার কাছে জানতে চাওয়া হচ্ছে, কারা ইসলামের পক্ষে আছেন, এরপর প্রশ্ন তোলা হচ্ছে-কারা বুলবুল ভাইয়ের পক্ষে আছেন? এটি সরাসরি মুনাফেকির পরিচায়ক।"

বিএনপি নেতা হারুনুর রশীদ বলেন, "তাফসির মাহফিলে আমার ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সমালোচনা করা হচ্ছে। ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক বক্তৃতা দেওয়া থেকে বিরত থাকা উচিত।"

সাবেক কাউন্সিলর মাসিদুল হক নিখিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব তাসেম আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Header Ad
Header Ad

এবার দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সাউথ ব্লকে তলব করা হয়েছে।

এর আগে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।

তলব করে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে জানানো হয়েছে যে, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক চায়। সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকেও এই বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। তবে ভারত মনে করছে, বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে, যা ভারতের জন্য অগ্রহণযোগ্য।

রণধীর জয়সওয়াল বলেন, "বাংলাদেশের কিছু বিবৃতি অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত সমস্যার জন্য ভারতকে দায়ী করছে। এই নেতিবাচক অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর। তবে শেখ হাসিনার প্রতি যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত ক্ষমতার বিষয়, যেখানে ভারতের কোনো ভূমিকা নেই। ভারতের অবস্থানকে ভুলভাবে ব্যাখ্যা করা হলে তা পারস্পরিক সম্পর্কের ইতিবাচক গতিকে বাধাগ্রস্ত করবে। তবুও ভারত সরকার দ্বিপাক্ষিক কল্যাণকর সম্পর্কের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে এবং বাংলাদেশকেও ইতিবাচক অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।"

ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পূর্ণ হওয়ার দিনে, ৫ ফেব্রুয়ারি রাতে শেখ হাসিনা দিল্লি থেকে ভার্চুয়ালি নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি অনুষ্ঠানে অডিও বক্তব্য দেন। এতে অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দিল্লিতে আশ্রিত হাসিনাকে বক্তব্য ও বিবৃতি থেকে বিরত রাখতে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে আহ্বান জানায় অভ্যুত্থানকারীরা।

পরদিন বৃহস্পতিবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, "আমরা ভারতের কাছে আগেও আহ্বান জানিয়েছিলাম, তিনি (শেখ হাসিনা) যেন সেখান থেকে কোনো উসকানিমূলক বক্তব্য না দেন। গতকাল আবারও তিনি বক্তব্য দিয়েছেন। এজন্য ভারতের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।"

এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন জানান, ভারত জানিয়েছে শেখ হাসিনা কোনো ভারতীয় প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দেননি। বরং তিনি যুক্তরাষ্ট্রের একটি প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন।

Header Ad
Header Ad

রেকর্ড গড়া জয়ে ফের বিপিএল চ‍্যাম্পিয়ন বরিশাল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ইতিহাস গড়ে দ্বিতীয় বারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ফাইনালে রেকর্ড ১৯৫ রান তাড়া করে ৩ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় তামিম ইকবালের দল। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বরিশাল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে ব্যাট করতে নামে চিটাগং কিংস। তাদের শুরুটা ছিল দারুণ। ওপেনিং জুটিতেই ১২.৪ ওভারে ১২১ রান তুলে নেয় তারা। ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করা চিটাগং নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৪ রান।

২২ বছর বয়সী পাকিস্তানি ওপেনার খাজা নাফি ৪৪ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন, যেখানে ছিল সাতটি চার ও তিনটি ছক্কা। বিপিএলের শুরুতে ফর্মহীনতায় থাকা পারভেজ ইমন ফাইনালে দুর্দান্ত ব্যাট করেন। ৪৯ বলে হার না মানা ৭৮ রান করেন তিনি, যেখানে ছিল ছয়টি চার ও চারটি ছক্কা। এছাড়া, গ্রাহাম ক্লার্ক ২৩ বলে ৪৪ রান করেন, তিনটি ছক্কা ও দুটি চার মারেন তিনি।

১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনিং জুটিতেই তামিম ইকবাল ও হৃদয় মিলে ৮.১ ওভারে ৭৬ রান যোগ করেন। বরিশাল অধিনায়ক তামিম ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল নয়টি চার ও একটি ছক্কা। টুর্নামেন্টে তামিম সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন, তার মোট রান ৪৬৭। তার ওপরে ছিলেন নাঈম শেখ (৫১১) ও তানজিদ তামিম (৪৮৫)। ওপেনিং জুটিতে সঙ্গী হৃদয় ২৮ বলে ৩২ রান করেন।

বরিশালের জয়ের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ক্যারিবীয় অলরাউন্ডার কাইল মায়ার্স। মাহমুদউল্লাহর সঙ্গে ৪২ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। ২৮ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন মায়ার্স, যেখানে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা। মাহমুদউল্লাহ ১১ বলে ৭ রান করলেও ম্যাচের শেষ দিকে ৬ বলে ১৮ রানের ইনিংস খেলেন রিশাদ হোসেন, যেখানে ছিল দুটি বিশাল ছক্কা।

ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছে দুই দলের শেষ ৫ ওভারের পারফরম্যান্সে। দুর্দান্ত শুরুর পরও শেষ ৪ ওভারে চিটাগং মাত্র ৩১ রান সংগ্রহ করে, যেখানে তাদের বড় স্কোর করার সুযোগ ছিল। একইভাবে বোলিংয়ের শেষ ৫ ওভারে চিটাগং কিংস রান আটকাতে ব্যর্থ হয় এবং একাধিক ফিল্ডিং মিস করে। ১৬তম ওভারে দুটি সহজ ক্যাচ মিস করে তারা। ১৮তম ওভারে আরও একটি ক্যাচ ছেড়ে ম্যাচ হাতছাড়া করে ফেলে। শেষ ২ ওভারে বরিশালকে ২০ রান করতে হতো, যা সহজেই তুলে নেয় তারা।

এই জয়ের মাধ্যমে বিপিএলে নতুন ইতিহাস লিখল ফরচুন বরিশাল। দ্বিতীয় বারের মতো শিরোপা জিতে তামিম ইকবালের নেতৃত্বে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিলো তারা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আজহারীর তাফসিরের নামে চাঁদাবাজি চলছে: হারুন
এবার দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
রেকর্ড গড়া জয়ে ফের বিপিএল চ‍্যাম্পিয়ন বরিশাল
প্রেস সচিবের ক্ষমাপ্রার্থনা: বিবিসি বাংলার সংবাদের বিষয়ে বক্তব্য সংশোধন
পিরোজপুরে জামায়াতের তিন প্রার্থী, দুই আসনে সাঈদীর দুই ছেলে
পুলিশ ও প্রশাসনের ৯০ শতাংশ আওয়ামী লীগের সমর্থক!
আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে: আসিফ মাহমুদ
সৌদি আরব নিজেদের মাটিতেই ফিলিস্তিন রাষ্ট্র গড়তে পারে: নেতানিয়াহু
জিজ্ঞাসাবাদের পর শাওন ও সোহানা সাবাকে ছেড়ে দিয়েছে পুলিশ
যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের ‘হাত-পা বেঁধে’ ফেরত, তোপের মুখে মোদি সরকার
নিজের কেনা বুলডোজারেই গুঁড়িয়ে গেল সাদিক আবদুল্লাহর পারিবারিক বাড়ি
‘ছাগলের ঘর’ থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
নতুন রূপে সেজেছে মিরপুর, চিটাগংয়ের প্রথম নাকি বরিশালের দ্বিতীয়
চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে: প্রধান উপদেষ্টা
টাঙ্গাইলে নসিমন কেড়ে নিল মাদ্রাসায় পড়ুয়া এক শিশুর প্রাণ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর করে পুলিশে সোপর্দ
ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচু্রের ঘটনায় ভারতের তীব্র নিন্দা
চুয়াডাঙ্গায় আবারও বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে
গুঁড়িয়ে দেওয়া হলো গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়
নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত