শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ | ২৭ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নতুন সরকারে সহ-উপদেষ্টা হিসেবে যুক্ত হবেন শিক্ষার্থীরা: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে ‘সহকারী’ হিসেবে শিক্ষার্থীদের মধ্য থেকে কাজের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নতুন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ছাত্র সমাজ আমাদের দেশের একটি বড় শক্তি। নতুন সরকারের সঙ্গে আমরা তাদেরও কাজের সুযোগ দিতে চাই। এ লক্ষ্যে উপদেষ্টাদের সঙ্গে ‘সহকারী উপদেষ্টা’ পদ সৃষ্টি করে শিক্ষার্থীদের কাজের সুযোগ তৈরি নিয়ে আলোচনা হচ্ছে।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমাদের যে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল, আমাদের বড় বড় দলগুলোও কিন্তু সেই স্বৈরাচারী ব্যবস্থা মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। সে জায়গায় আমাদের ছাত্র সমাজের মাধ্যমেই একটি অভ্যুত্থান সংঘটিত হয়েছে। এই ছাত্রদের ওপর আস্থা রেখেই জনগণ রাস্তায় নেমে এসেছে। এখন আমাদের ছাত্র সমাজই যেহেতু সরকার এবং রাষ্ট্রের সংস্কার নিয়ে কথা বলছে, আমি আশা করব আমাদের সাধারণ জনগণও এই ছাত্র সমাজের ওপর আস্থা রাখবে।

তিনি বলেন, আমাদের উপদেষ্টা প্যানেলে অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিদের মনোনীত করেছি এবং ছাত্রদের পক্ষ থেকে আমরা দুইজন উপদেষ্টা মনোনীত হয়েছি। এর পাশাপাশি উপদেষ্টাদের সঙ্গে সহকারী হিসেবে ছাত্ররা কাজ করার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষা বড় একটি চ্যালেঞ্জ। যেহেতু আমরা আজই দায়িত্ব বুঝে নিয়েছি, আমরা আজ থেকেই কাজ শুরু করব। আশা করছি দুয়েকদিনের মধ্যেই সব স্বাভাবিক হয়ে আসবে। আমরা এখন থেকেই পুরোদমে কাজ শুরু করে দেব।

Header Ad
Header Ad

ঘুষের মামলায় দোষী সাব্যস্ত, তবুও নিঃশর্ত খালাস পেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'অর্থের বিনিময়ে তথ্য গোপন' করার মামলায় দোষী সাব্যস্ত করা হলেও, আদালত তাকে কোনও শাস্তি প্রদান করেনি। বিচারক রায়ে তাকে দোষী সাব্যস্ত করলেও, শাস্তির আওতায় না এনে তিনি নিঃশর্তভাবে খালাস পেয়েছেন। এর ফলে, ট্রাম্প কোনও সমস্যা ছাড়াই হোয়াইট হাউসে ফিরে যেতে পারবেন।

শনিবার (১১ জানুয়ারি) আল জাজিরা ও ভয়েস অব আমেরিকা এর মতো সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে যে, ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে প্রতিটি অভিযোগেই তাকে অপরাধী সাব্যস্ত করা হয়। তবে, ট্রাম্পের ভোটাররা তার ওপর কোনও নেতিবাচক প্রভাব ফেলে না এবং তাকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করেছেন।

নিউইয়র্কের ম্যানহাটান আদালতের বিচারক হুয়ান এম মার্চান জানিয়েছেন, ৭৮ বছর বয়সী ট্রাম্পকে চার বছরের কারাদণ্ড প্রদান করার সুযোগ থাকলেও তিনি সাংবিধানিক বিষয়গুলো বিবেচনায় এনে মামলার পরিসমাপ্তি টানেন। বিচারক বলেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যে আইনি সুরক্ষা পাবেন, তা অন্যান্য বিষয়কে ছাড়িয়ে গেছে।

এদিকে, ট্রাম্প তার ফ্লোরিডার বাড়ি থেকে ভার্চুয়ালি আদালতে উপস্থিত হয়ে এই মামলাকে "রাজনৈতিক হয়রানি" বলে উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, তিনি কোনও অপরাধ করেননি এবং এই মামলার উদ্দেশ্য ছিল তার সুনাম ক্ষুণ্ণ করা, যাতে তিনি নির্বাচনে পরাজিত হন। তিনি জানান, "এটি ছিল সরকারের অস্ত্রীকরণ এবং নিউইয়র্কের জন্য অস্বস্তিকর একটি পরিস্থিতি।"

উল্লেখ্য, ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনের আগে নীল ছবি তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়েছিলেন যাতে তিনি তাদের সম্পর্কের তথ্য প্রকাশ না করেন। পরে এই তথ্য গোপন করার জন্য তার বিরুদ্ধে মামলা হয় এবং গত বছরের মে মাসে তাকে অভিযুক্ত করা হয়।

তবে, ট্রাম্প সবসময় এই অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে, তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মামলাটি করা হয়েছে। তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এই মামলা তুলে নেওয়ার জন্য বিচারকের প্রতি আহ্বান জানিয়েছিলেন, তবে সেটি প্রত্যাখ্যাত হয়।

এভাবে, ঘুষের মামলায় দোষী সাব্যস্ত হলেও, ট্রাম্প শাস্তি ছাড়াই প্রেসিডেন্ট হিসেবে তার কার্যক্রম অব্যাহত রাখতে পারবেন।

Header Ad
Header Ad

১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

ছবি: সংগৃহীত

দেশের উত্তরের জনপদসহ মোট ১০টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে, যার কারণে শীতের প্রকোপ বেড়েছে। তবে রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে রাতের তাপমাত্রা কিছুটা কম থাকলেও, আজ (১১ জানুয়ারি) সকালে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, কুয়াশাচ্ছন্ন অবস্থা না থাকায় আকাশ পরিষ্কার থাকবে এবং সকাল বেলা সূর্যের দেখা মিলবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, ঢাকায় স্বাভাবিকভাবে রাতের তাপমাত্রা কম থাকায় শীত অনুভূত হবে, তবে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। তিনি আরও বলেন, "ঢাকা এবং আশপাশের এলাকার জন্য খুব শিগগিরই ঘন কুয়াশার সম্ভাবনা নেই, ফলে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে থাকবে।"

এছাড়া, দেশের উত্তরের জেলা এবং ময়মনসিংহ ও সিলেটের কিছু অংশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। এই শৈত্যপ্রবাহের প্রভাব পরবর্তী সময়ে কিছুটা কমে গেলেও, সামান্য বিরতির পর আবারও শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ পরিষ্কার থাকবে। এই সময়ের মধ্যে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, এবং আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাত হয়নি, এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

এছাড়া, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার এবং গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, এবং আগামী ২৪ ঘণ্টায় তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।

Header Ad
Header Ad

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর থানার কমিটি নিয়ে দ্বন্দ্বের কারণে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার (১০ জানুয়ারি) রাতে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রনি এবং সাফরান নামক এক শিক্ষার্থী রয়েছেন। আহতরা চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মিরপুরের সাতটি থানা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি নতুন কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণার পর থেকে পদবঞ্চিতরা কমিটির গঠন নিয়ে নানা সমালোচনা করতে থাকেন। বিশেষ করে, পদপ্রত্যাশীদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ উঠছিল, যার ফলে কিছু পদ দেওয়া হয়নি। এ কারণে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল।

এদিন সন্ধ্যা থেকে পদ না পাওয়া নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এসে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। এর মধ্যে কথা-কাটাকাটি ও বাগবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতির রূপ নেয়। এতে কয়েকজন আহত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যান।

বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর) জাহিদ আহসান দাবি করেছেন, “কিছু লোক মিরপুর থানার কমিটিতে যোগ দিতে চাচ্ছিল। তাদের সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তর্কবিতর্ক শুরু হয়। তবে তিনি দাবি করেন, কোনো হামলা বা হাতাহাতির ঘটনা ঘটেনি।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঘুষের মামলায় দোষী সাব্যস্ত, তবুও নিঃশর্ত খালাস পেলেন ট্রাম্প
১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল
ঢাকার হারের হেক্সা, প্রথম জয় পেল সিলেট
খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, চিকিৎসায় নতুন পরিবর্তন
কিশোরগঞ্জে একটি আম বিক্রি হলো ১৬০০ টাকায়
সিঙ্গারা খেয়ে টাকা না দেয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, বিএনপি নেতাসহ আহত ১৩
নওগাঁ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে সম্মত বিএসএফ
ইসলাম ‘অবমাননার’ দায়ে শ্রীলঙ্কায় বৌদ্ধ সন্ন্যাসীর জেল
৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ: শাকিল উজ্জামান
ডাক বিভাগে ৫২৪ পদে বিশাল নিয়োগ, আবেদন ফি ৫৬ টাকা
‘সাহস নিয়ে কাস্তে হাতে বসে ছিলাম, জীবন দিতেও দ্বিধা করতাম না‌’
এক ওসি পালানোর ঘটনায় আরেক ওসি প্রত্যাহার
কাল থেকে কলরেট, ইন্টারনেটসহ খরচ বাড়ছে ১০০ পণ্যের
জুলাই ঘোষণাপত্রে খুনিদের বিচার ও শাস্তির কথা থাকতে হবে: সারজিস
সংস্কারের পরিকল্পনাগুলো এগিয়ে নিয়ে বিদায় নেবো: শিল্প উপদেষ্টা
১০ জেলায় তীব্র শীতের পূর্বাভাস, থাকবে শৈত্যপ্রবাহ
জুলাই বিপ্লবে নিহত ৬ অজ্ঞাত মরদেহের সন্ধান
খুলনাকে প্রথম হারের স্বাদ দিয়ে রাজশাহীর দুর্দান্ত জয়