বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

মাস্ক পরে দেয়াল টপকে পালালেন ডিবি হারুন!

সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ। ছবি: সংগৃৃহীত

গুঞ্জন উঠেছে ঢাকা মহানগর পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তার আগে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এ ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ। তার আগে তিনি মাস্ক পরে পুলিশ সদর দফতরের দেয়াল টপকে পালিয়ে যান বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, পুলিশ সদর দপ্তরে মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উধ্বতন কর্মকর্তারা সোমবার (৫ আগস্ট) দুপুর থেকে এক সঙ্গে ছিলেন। তারা সকাল থেকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন। তবে দুপুরের পর যখন কারফিউ ভেঙ্গে ছাত্র জনতা শাহবাগের দিকে আসতে থাকেন, তখন তাদের নির্দেশনা কমে আসে।

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর তারা আর কোনো নির্দেশনা দেননি। বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদসহ উর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন। এরপর সেখান থেকে তারা সিভিলে পালিয়ে যান।

আরেকটি সূত্র জানিয়েছে, হারুন পুলিশ সদর দফতর থেকে বের হয়ে সোজা চলে যান হযরত শাহজালাল বিমানবন্দরে। সেখান থেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু তিনি ব্যর্থ হন। এ সময় সেনা সদস্যরা তাকে আটক করেন। তবে সেখান থেকে তাকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি। এমন খবর সারাদিন বিভিন্ন জনের কাছ থেকে জানার হলেও সর্বশেষ সত্যটা কেউ নিশ্চিত করতে পারেনি।

এ বিষয়ে পুলিশ সদর দফতর ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের কল করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Header Ad
Header Ad

সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় ২০৯ জন উদ্ধার, আটক ১২ পাচারকারী

ছবি: সংগৃহীত

সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় ২০৯ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (৮ এপ্রিল) রাতে কক্সবাজারের সেন্টমার্টিন এলাকার ছেরাদ্বীপের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। একইসঙ্গে মানবপাচারকারী চক্রের ১২ সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কোস্টগার্ডের দায়ের করা মামলার সূত্র ধরে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে টহলরত অবস্থায় একটি পুরাতন ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে সেটিকে অনুসরণ করে রাত সাড়ে ৮টার দিকে ছেরাদ্বীপের পূর্ব পাশে আটক করা হয়।

বোটে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের অবৈধভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল। উদ্ধারকৃতদের মধ্যে ৪২ জন বাঙালি পুরুষ এবং ১৬৭ জন রোহিঙ্গা রয়েছেন। রোহিঙ্গাদের মধ্যে ৬৭ জন পুরুষ, ৭২ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে।

এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে। পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মানবপাচারের এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান ওসি গিয়াস উদ্দিন।

Header Ad
Header Ad

পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ, ৯০ দিনের জন্য শুল্ক থাকছে ১০ শতাংশ

পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ৯০ দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ এপ্রিল) রাত ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে তিনি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টে ট্রাম্পের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টকে মেনশন করে অধ্যাপক ইউনূস বলেন, “৯০ দিনের শুল্ক স্থগিত করতে আমরা যে অনুরোধ করেছিলাম, তাতে ইতিবাচক সাড়া দেওয়ায় প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ। আপনার বাণিজ্য এজেন্ডার সমর্থনে আপনার প্রশাসনের সঙ্গে কাজ করা অব্যাহত রাখব আমরা।”

এর আগে সোমবার ট্রাম্পকে পাঠানো এক চিঠিতে অধ্যাপক ইউনূস বাংলাদেশের ওপর আরোপিত ৩৭ শতাংশ পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানান। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানি বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির আশ্বাস দেন এবং বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দেওয়ার কথাও জানান, যা মার্কিন তুলা রপ্তানিতে সহায়ক হবে।

এদিকে একই রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন, “আমি ৯০ দিনের জন্য একটি শুল্ক বিরতি অনুমোদন করেছি এবং এই সময়ে পারস্পরিক শুল্ক হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে ১০% করেছি।” তবে চীনের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়। বরং চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫% করার ঘোষণা দেন তিনি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, “যখন কেউ যুক্তরাষ্ট্রকে আঘাত করে, প্রেসিডেন্ট ট্রাম্প আরও জোরে জবাব দেন। এজন্যই চীনের বিরুদ্ধে এই উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে।”

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তবে বাংলাদেশসহ বেশ কিছু দেশের জন্য সাময়িক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে এই সিদ্ধান্তকে।

Header Ad
Header Ad

গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৩৮, নিখোঁজ ৩৪

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা শহরের শেজাইয়া পাড়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) চালানো এই হামলায় আরও অন্তত ৮৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে আটজন নারী এবং আটজন শিশু রয়েছেন। হামলার পর ঘটনাস্থলে ধ্বংসস্তূপের নিচে এখনো ৩৪ জন নিখোঁজ রয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করে। এর পর থেকে এ পর্যন্ত প্রায় ১,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বেসামরিক নাগরিকদের ওপর চলমান এই হামলা আন্তর্জাতিকভাবে নিন্দার মুখে পড়লেও ইসরায়েলের অভিযান অব্যাহত রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছে এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় ২০৯ জন উদ্ধার, আটক ১২ পাচারকারী
পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ, ৯০ দিনের জন্য শুল্ক থাকছে ১০ শতাংশ
গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৩৮, নিখোঁজ ৩৪
শুল্ক আরোপের পর বিশ্বনেতারা আমার পশ্চাদ্দেশে চুমু খাচ্ছেন: ট্রাম্প
রাজধানীর কামরাঙ্গীরচরে গণধোলাইয়ে দুই চাঁদাবাজ নিহত
সাবেক মেয়র তাপসের সন্ধান দিলেন ডিবি হারুন
টাঙ্গাইলে ঘর ভেঙে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধদের নামাজ আদায়
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন ড. খলিলুর রহমান
ভারতে ৫ বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ নারী
বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত
২১ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
১৬২ জনকে নিয়োগ দেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
বিমানে সহযাত্রীর শরীরে মূত্রত্যাগ করলেন ভারতীয় মাতাল যাত্রী!
এ বছর ৩৬ টাকায় ধান ও ৪৯ টাকায় চাল কিনবে সরকার
আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলে একমত হেফাজত ও এনসিপি
দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করা হবে: গভর্নর
গুলশানের এক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করল ডিএনসিসি
যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশের জবাবে ৮৪ শতাংশ শুল্ক ঘোষণা করল চীন
মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়, শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
১৫ কোটি বাজেটের ‘বরবাদ’-এ শাকিবের পারিশ্রমিক ১ কোটি ২০ লাখ টাকা