কোটা সংস্কার আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা
কোটা সংস্কার আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা। ছবি: সংগৃহীত
কোটা সংস্কারপন্থীদের চলমান আন্দোলনকে আরও বেগবান করতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) রাতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।
নতুন কর্মসূচিতে সোমবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৩টায় দেশের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয়া হয়েছে।
এই আন্দোলনে দেশের সবাইকে গণজমায়েতের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।
নাহিদ ইসলাম বলেন, আজ ইতিহাসের অন্যতম মর্মান্তিক দিন। পরিকল্পিতভাবে বগিরাগত ও অছাত্র এনে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়েছে। মেয়েরা আহত হলো। মোট দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে ২৫ জনের বেশি শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও বলেন, আজকের ঘটনায় প্রক্টর নীরব ছিল। আমরা এমন প্রক্টর চাই না। যে প্রক্টর থাকার পরও বহিরাগতরা এসে হামলা চালিয়েছে। গত কয়েকদিন ধরে আমরা বলছিলাম সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন ছাত্র সংগঠন সহিংসভাবে আন্দোলন দমানোর চেষ্টা করবে। তারই প্রমাণ মিলেছে।
নাহিদ বলেন, আমরা চেয়েছিলাম প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহার করবেন। আমরা তার বক্তব্য প্রত্যাখ্যান করছি। সরকার প্রধানকে দুঃখ প্রকাশের আহ্বান জানাচ্ছি।
শিক্ষকদের আন্দোলন নিয়ে বক্তব্যেরও প্রতিবাদ জানান বৈষম্যবিরোধী আন্দোলনের এই সমন্বয়ক।