মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঢাকায় গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গতকালদিবাগত রাত থেকেই শুরু হওয়া টানা বৃষ্টিতে রাজধানীর অনেক সড়কে পানি জমে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও কর্মজীবী মানুষ। তবে, সবচেয়ে বেশি বিপাকে পড়েছিল এইচএসসি পরীক্ষার্থীরা।মুষলধারে বৃষ্টির কারণে পথে রিকশার সংখ্যাও ছিল অত্যন্ত কম।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে। জাওয়াদ দুর্বলহয়ে ইতিমধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদেরা বলছেন, ঢাকায় সূর্যের দেখা মিলতে পারে আগামীকাল।

এদিকে অল্প বৃষ্টিতেই ঢাকার যেসব এলাকায় পানি জমে যায়, সেসব এলাকায় রীতিমতো জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।রাজধানীর বসুন্ধরা, গ্রিন রোড, ধানমন্ডি, বাড্ডা, রামপুরা, হাতিরঝিল, নাবিস্কোসহ বিভিন্ন রাস্তায় পানি জমে গেছে।

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ৩০০ ফিট যাওয়ার রাস্তা, মগবাজার ওয়ারলেস গেট থেকে মধুবাগে যাওয়ার রাস্তা, মিরপুর দশনং থেকে বিজয় সরণি পর্যন্ত সড়কের পুরাটাই পানিতে তলিয়ে যায়।

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলশান, বাড্ডা, কুড়িল বিশ্বরোড, সরকারবাড়ি, কাজীপাড়া, শেওড়াপাড়া, কারওয়ান বাজার, ফার্মগেটসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

এছাড়াও মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, পল্টনসহ আশপাশের এলাকার রাস্তা পানিতে তলিয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীরনিম্নচাপটি দুর্বল হয়ে একই এলাকায় নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ক্রমান্বয়েদুর্বল হতে পারে।

ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বলেজানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সকাল নয়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে কারওয়ান বাজারে অফিসে আসার পথে রিকশা না পেয়ে ভোগান্তিতে পড়েনশাহেরীন আরাফস্ত। তিনি বলেন, সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত পথে ঘুরে ঘুরেও তিনি কোন যানবাহন পাননি।

পেশায় ড্রাইভার রিপন জানান, সকাল সাতটায় মিরপুর থেকে বের হয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় আসতে তার লেগেছে প্রায়আড়াইঘন্টা।

সাদিকা নামের এক গৃহকর্মীকে দেখা গেছে রাস্তায় দাঁড়িয়ে ভিজতে। জানা যায়, কর্মস্থলে যাবার জন্য উপযুক্ত কোন বাহনই তিনিপাচ্ছেন না।

ধানমন্ডি ও গ্রিন রোডে বিভিন্ন জায়গায় অফিসগামীদের বৃষ্টিতে ভিজে ভিজে যেতে দেখা গেছে। রিকশা না পেয়ে হেঁটেই কর্মস্থলেযাচ্ছেন অনেকে।

এদিকে এই বৃষ্টির প্রভাবে রাজধানীর অনেক এলাকাতেই বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ বিঘ্নত হয়েছে বলে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব থাকবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত। দেশেরসমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া কক্সবাজার ও টেকনাফ থেকে সেন্টমার্টিনের পথে যাতায়াতকারী সব জাহাজ চলাচল রবিবার সকাল থেকে বন্ধ রয়েছে।

এদিকে জাওয়াদের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে অঝর বৃষ্টিপাত হচ্ছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশলাগোয়া উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি হচ্ছে।

শনিবারই শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল ঘূর্ণিঝড় জাওয়াদ। রবিবার সকালে তা আরও শক্তিক্ষয় করে সাধারণনিম্নচাপে পরিণত হয় এবং ঘণ্টায় ১১ কিলোমিটার গতিবেগে ওড়িশ্যা উপকূলের দিকে অগ্রসর হয়।

Header Ad
Header Ad

উদ্বোধনের দিনেই বগি সেটে সমস্যা, শিডিউল বিপর্যয়ে ‘রুপসী বাংলা এক্সপ্রেস’

বেনাপোল-ঢাকা রুটে যুক্ত হল ‘রুপসী বাংলা এক্সপ্রে’, প্রথম দিনেই শিডিউল বিপর্যয়। ছবি: ঢাকাপ্রকাশ

দীর্ঘ প্রতীক্ষার পর পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা নতুন রুটে যাত্রীবাহী ট্রেন 'রুপসী বাংলা এক্সপ্রেস' চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ চলাচল উদ্বোধন করেন।

দূরত্ব, যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় রেলওয়ের এই উদ্যোগে খুশী যাত্রীরা। তবে এই খুশির মধ্যেই ঘটে গেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রথম দিনেই বগি সেটে সমস্যা দেখা দিয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেসের। বর্তমানে বেনাপোলে ফিট দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ের কবলে পড়েছে ট্রেনটি।

এদিকে প্রথম দিনেই দেরিতে ছাড়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। অপরদিকে রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটির যশোরের ঝিকরগাছা উপজেলার 'ঝিকরগাছা রেলস্টেশনে' যাত্রা বিরতির দাবিতে সর্বস্তরের জনগণ রেলস্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

উল্লেখ্য, বেনাপোল থেকে মাত্র পৌনে ৪ ঘণ্টায় ঢাকা যাওয়া যাবে এই আনন্দে ভাসছে বেনাপোলবাসী। আজ বিকেল সাড়ে ৩টায় ছাড়ার কথা থাকলেও ৪টা ৪০ মিনিটে উদ্বোধনের পর ৪টা ৫০মিনিটে লোকাল যাত্রীসহ ৯৮৭ জন যাত্রী নিয়ে বেনাপোল থেকে ছেড়ে গেল রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি জানান রেলওয়ের বেনাপোল স্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, মঙ্গলবার ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে বেনাপোল ও খুলনায় নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হল। বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস সাপ্তাহিক একদিনের বিরতি রেখে যাতায়াত করবে। নতুন এ ট্রেনে মাত্র পৌনে চার ঘণ্টায় বেনাপোল থেকে ঢাকা পৌঁছানো যাবে।

তিনি বলেন, বর্তমানে ট্রেনযোগে ঢাকা থেকে রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট সময় লাগে।পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল নতুন রুটে যাত্রীদের বেনাপোল যেতে প্রায় ৪ ঘণ্টা সময় বাঁচবে। ৮২৭/৮২৮ 'রূপসী বাংলা এক্সপ্রেস' ট্রেনটি ঢাকা থেকে সকাল পৌনে ১১টায় ছেড়ে দুপুর আড়াইটায় বেনাপোল পৌঁছেছে। বিকেল সাড়ে ৩ টায় ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। এই ট্রেনটির বিরতি স্টেশন যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন।

তিনি আরও বলেন, ট্রেনের আসন সংখ্যা ৭৬৮ এবং সাপ্তাহিক বন্ধ সোমবার।২১ ডিসেম্বর রাত ৮টা থেকে সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার এবং অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যাচ্ছে। ৭৬৮ আসনের ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়েছে বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত শোভন চেয়ার ৪৫৫, স্নিগ্ধা ৭৫৫, এসি সিট ৯০৫ এবং এসি বার্থের ভাড়া এক হাজার ৩৫৫ টাকা। সব শ্রেণির ভাড়ার সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত হবে।

এদিকে 'বেনাপোল এক্সপ্রেস' ট্রেনটি বুধবার বাদে প্রতিদিন দুপুর ১টায় ঢাকার উদ্দেশ্যে বেনাপোল থেকে ছেড়ে যাবে। এই ট্রেনটি যশোর জংশন, মোবারকগজ্ঞ, কোর্টচাদপুর, দর্শনা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া, রাজবাড়ি, ফরিদপুর, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা যাচ্ছে।

বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর মতিয়ার রহমান বলেন,স্বল্প সময়ে ট্রেনে আরামদায়ক ভ্রমণে যাত্রীর সংখ্যা যেমন বাড়বে তেমনি আমদানিকৃত পণ্য এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য কম সময়ে ঢাকায় পৌঁছে যাবে।ফলে নানা দিক থেকে উপকৃত হবেন এ অঞ্চলের মানুষ।

একজন আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী আনম ফয়সল বলেন, ব্যবসার কাজে আমাকে প্রায়ই ঢাকায় যাতায়াত করতে হয়।বাস ভ্রমণের থেকে ট্রেন ভ্রমণ সব সময় আরামদায়ক এবং নিরাপদ। নতুন রুটের এই ট্রেন আমাদের জন্য দারুণ সুখবর। আমরা দিনে দিনে ঢাকায় কাজ শেষ করে বেনাপোলে ফিরতে পারব।

বেনাপোলের রাফছান জামি রাব্বি বলেন, ইতিহাসের সাক্ষী হলাম বেনাপোল ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে প্রথম দিনের যাত্রী হলাম।হাজার হাজার মানুষের উৎসাহ উদ্দীপনা দেখলাম বেনাপোল রেলস্টেশনে।

বেনাপোল রেলস্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান,বর্তমানে বেনাপোল রেল স্টেশন থেকে ঢাকা-বেনাপোল রুটে 'বেনাপোল এক্সপ্রেস', খুলনা-কলকাতা রুটে 'বন্ধন এক্সপ্রেস' ও খুলনা-বেনাপোল রুটে 'বেতনা এক্সপ্রেস' সার্ভিস চালু রয়েছে। আগে বেনাপোল এক্সপ্রেস যমুনা সেতু হয়ে ঢাকায় যেত। ২ নভেম্বর থেকে পদ্মা পাড়ি দিয়ে বেনাপোল এক্সপ্রেস ঢাকায় চলাচল শুরু করেছে। পদ্মা পাড়ির সুযোগে রেল ভ্রমণে যাত্রীর সংখ্যা সামনের দিনে আরও বাড়বে। নতুন 'রুপসী বাংলা' এক্সপ্রেস চালু হলে ঢাকা-বেনাপোলের দূরত্ব ও সময় অর্ধেকে নেমে আসবে।

Header Ad
Header Ad

গাইবান্ধায় জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলীর যোগসাজশে নিরাপদ পানির নামে ৪ কোটির অধিক টাকা ভাগাভাগি

গাইবান্ধার জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী মো. শায়হান আলী। ছবি: সংগৃহীত

গাইবান্ধার জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী মো. শায়হান আলীর যোগসাজশে গোবিন্দগঞ্জ উপজেলার ২৭টি পুকুরের পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের নামে ৪ কোটি ১১ লাখ ৬৫ হাজার ৭৮ টাকার সম্পূর্ণই ভাগবাটোয়ারা হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পানি সুপেয় করে মানুষের খাবার উপযোগীও করা হয়নি। অথচ টাকা তুলে খাওয়া শেষ। এই ভুয়া প্রকল্পটি নিয়ে গাইবান্ধা জেলা পরিষদ ও জনস্বাস্থ্য বিভাগ বিষয়টি এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ আছে।

গোবিন্দগঞ্জ উপজেলায় শুষ্ক মৌসুম এলেই সেচ ও খাবার পানির চরম সংকট দেখা দেয়। মানুষের মধ্যে পানির হাহাকার মেটাতে ওই এলাকায় জেলা পরিষদের ২৭টি পুকুরের পানি সুপেয় ও নিরাপদ করে এলাকার মানুষের খাবার পানি হিসাবে সরবরাহের লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ লোক দেখানো এই ভুয়া প্রকল্পটি হাতে নেয়। বলা হয় এই ২৭টি পুকুর সংস্কার করে, পানি সংরক্ষণ ও খাবার উপযোগী করে শুষ্ক মৌসুমে মানুষের মধ্যে খাবার পানি সরবরাহ করা হবে বিনামূল্যে।

এ জন্য পুকুরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সংরক্ষণ করার কাল্পনিক প্রকল্প গ্রহণ করা হয়। পুকুরগুলো সাঁওতাল পল্লীর পাশে হওয়ায় স্থানীয় আদিবাসী ও সাঁওতাল অধ্যুষিত এলাকার লোকজন এই প্রকল্পে বাধা দেয়ার সম্ভবনা আছে।কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি গায়ে লাগাননি।

গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ স্থানীয় লোকজনের বাধা উপেক্ষা করে যে প্রকল্পগুলো গ্রহণ করে সেগুলো হলো গোবিন্দগঞ্জ উপজেলার আদিবাসী এলাকার পরিত্যক্ত রঘুনাথপুর পুকুর, আরজি পেয়ারাপুর পুকুর, মাকলাইন গুলেরপাড় পুকুর, পাকা মন্দিরপুকুর, চালিতা নয়াদীঘি পুকুর, তেরোইল পুকুর, কামদিয়া ডাকবাংলো পুকুর, রসিক নগর পুকুর, তেঘরা পুকুর, চেয়ারগাও কদমতলী, চেয়ারগাও খোলাহাটি, বড়গাও পুরাতন, খারিতা পুকুর, উথবি পুকুর, এনায়েতপুর ২, শাতাইন চুরা পালিপাড়া পুকুর, এনায়েতপুর ১, শিহিগাও পুকুর, বানিহারা পুকুর, চালিতা পুকুর, ধাওয়া চালিতা পুকুর, স্যামপুর পূর্বপাড়া পুকুর, বইল খাঁ পুকুর, ফেরুসা পুকুর, আশকুর পুকুর, আলিগাও পুকুর, মোল্লাপাড়া পুকুর।

প্রকল্পের নিয়মানুযায়ী পুকুরের প্যারাসাইটিয়, গাছ লাগানো, চারপাশের বেড়া দেওয়া এবং পুকুরে পানি শোধন যন্ত্র স্থাপন করার কথা। কিন্তু কোনো পুকুরে এসব না করেই বিল তুলে নেওয়া হয়। এই পুকুরগুলো দীর্ঘদিন ধরে আওয়ামী লীগসহ প্রভাবশালী এমপিদের দখলে ছিল। তারা মাছচাষ করতেন।

কিন্তু হঠাৎ করে মজা ও পচা পুকুরের পানি সংরক্ষণ করে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে নলকূপের বদলে পুকুরগুলোকে টার্গেট করা হয় তার নেপথ্য খুঁজে বের করা দরকার। কারণ সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প পুকুরে খচর করা হলো। কিন্তু সুপেয় পানি ও পানি সংরক্ষণ করাও হলো না কিন্তু কার স্বার্থে সাড়ে ৪ কোটি টাকা পুকুর সংস্কারে ব্যয় করা হলো তা খতিয়ে দেখার দাবি স্থানীয়দের।
কারণ ২৭টি পুকুরের ১টি পুকুরও মানুষের কাজে আসছে না। এখনও পুকুরগুলোতে মৎস্য চাষই করা হচ্ছে। পানি সংরক্ষণও হচ্ছে না, পানি সুপেয় হিসাবেও ব্যবহার হচ্ছে না। অথচ সুপেয় পানি সরবরাহ ও সংরক্ষণের নামে ২৭টি পুকুরের নামে এই পরিমাণ টাকা খরচ দেখিয়ে ৪ কোটি ১১ লাখ ৬৫ হাজার টাকা গাইবান্ধা জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ভাগবাটোয়ারা করলেন তা এখন সামনে এসেছে।

এদিকে গাইবান্ধার জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী মো. শায়হান আলীর যোগসাজশে এই প্রকল্প বাস্তবায়ন হয় । তিনি এই প্রকল্প থেকে মোটা অঙ্কের কমিশন নিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়।

এ ব্যাপারে জানার জন্য গাইবান্ধার জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শায়হান আলীর ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

Header Ad
Header Ad

১৭ বছর পর কারামুক্ত হয়ে যা বললেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু

কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু। ছবি: সংগৃহীত

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হলেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে মুক্তি পান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার (২৩ ডিসেম্বর) জামিনের কাগজপত্র কারাগারে আসলে যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টা ৪ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।’

এদিকে বিএনপির এই নেতার মুক্তির খবরে সকাল থেকেই কারাফটকে শত শত নেতাকর্মীরা ভিড় জমান। পরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কারাগারের মূল ফটক দিয়ে বের হয়ে যান। এ সময় শত শত নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান কারামুক্ত বিএনপির এই নেতা।

মুক্তি পেয়েই সরাসরি চলে যান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পিন্টু। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এসময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুস সালাম পিন্টু বিএনপির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিএনপির এই নেতা বলেন, ‘যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তাদের সেই ত্যাগকে যেন ভুলে না যাই।আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে দেশ গড়ার স্বপ্নকে এগিয়ে নিতে হবে। আওয়ামী লীগ যে কাজ করেছে আমরা সেই কাজ করবো না। তারা যে নির্যাতন আর অপকর্ম করেছে, আমরা তা করবো না। আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে।’

কারাগারে থাকাকালীন নিজের উপরে চলা নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমাকে রিমান্ডে নিয়ে নানাভাবে নির্যাতন করা হয়েছে। আমাকে কারেন্টের শক দেওয়া হয়েছে। মারপিট করা হয়েছে। কোর্টের বারান্দায় অজ্ঞান হয়ে পড়েছিলাম। এমনকি আমার মা মৃত্যুবরণ করলেন তার জানাজায় যাওয়ার অনুমতি থাকার পরেও আমাকে যেতে দেওয়া হয়নি। আমি এসব নির্যাতনের কথা ভুলতে পারবো না। দেশের সকল মুক্তিকামী জনগণের কাছে কৃতজ্ঞ তাদের ত্যাগের কারণে আজকে আমি মুক্তি পেয়েছি।’

উল্লেখ্য, ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় ফাঁসির সাজা পেয়েছিলেন আব্দুস সালাম পিন্টু। গত ১ ডিসেম্বর এই মামলায় সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন। এর পর থেকেই তিনি কারাগারে ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

উদ্বোধনের দিনেই বগি সেটে সমস্যা, শিডিউল বিপর্যয়ে ‘রুপসী বাংলা এক্সপ্রেস’
গাইবান্ধায় জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলীর যোগসাজশে নিরাপদ পানির নামে ৪ কোটির অধিক টাকা ভাগাভাগি
১৭ বছর পর কারামুক্ত হয়ে যা বললেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু
শেখ হাসিনাকে ফেরত আনলে বিচারটা ভালোভাবে করা যাবে: তাজুল ইসলাম
‘আমি এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য না, আমি একজন উপদেষ্টা’
নওগাঁয় পুলিশ সুপারের সাথে রেফারি এসোসিয়েশনের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
ঢাবিতে পিএইচডি প্রোগ্রামে ভর্তি আহ্বান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুযোগ নেই
‘দেশে দুটি দেশপ্রেমিক শক্তি আছে, একটি সেনাবাহিনী আরেকটি জামায়াত’
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
ঢাকা মহানগর, জবি, পলিটেকনিক ও পাঁচটি কলেজে ছাত্রদলের কমিটি
আবু সাঈদ ফ্রান্সে আছে দাবিতে গোলাম মাওলা রনির নামে ভুয়া মন্তব্য প্রচার
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীকে পুড়িয়ে গুম করার চেষ্টাকালে যুবলীগ নেতার ছেলে আটক
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
সাগর-রুনি হত্যা: ১১৪ বার পেছালো তদন্ত প্রতিবেদনের তারিখ
সারাদেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের ১ ঘন্টা কর্মবিরতি পালন
সিলেট সীমান্তে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ
৬ সংস্কার কমিশন শিগগিরই প্রস্তাব জমা দেবে: বদিউল আলম  
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা
বড়দিনে ফানুস ও আতশবাজিতে ডিএমপির নিষেধাজ্ঞা
‘গোপন বৈঠকের’ সময় যুব মহিলালীগ নেত্রী গ্রেফতার