১৮টি দেশে আজ মৈত্রী দিবস পালন করছে ঢাকা-দিল্লি
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও ভারত আজ সোমবার (৬ ডিসেম্বর) জাঁকজমকের সঙ্গে মৈত্রী দিবস পালন করছে। দুই দেশের বন্ধুত্বের ৫০ বছরের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিও পালন করা হচ্ছে বিশ্বের ১৮টি দেশে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (৫ ডিসেম্বর) বলা হয়, ঢাকা ও নয়াদিল্লিসহ বিশ্বের আরও ১৮টি দেশে একসঙ্গে মৈত্রী দিবস পালিত হচ্ছে। অন্যান্য দেশগুলো হলো- বেলজিয়াম, কানাডা, মিশর, ইন্দোনেশিয়া, রাশিয়া, কাতার, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
অনুষ্ঠান সূচিতে আছে- সাংস্কৃতিক অনুষ্ঠান, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর ডকুমেন্টারি প্রদর্শন, সেমিনার/ওয়েবিনার ইত্যাদি।
৬ ডিসেম্বর বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের এদিন ভুটানের পর ভারত দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল।
আরইউ/টিটি