শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ | ১৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

পাঁচ দিনের ছুটি শেষ, আজ খুলছে অফিস-আদালত

আজ খুলছে অফিস-আদালত। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের টানা পাঁচদিনের ছুটি শেষে আজ সোমবার (১৫ এপ্রিল) খুলছে অফিস-আদালত-ব্যাংক। এর ফলে রাজধানীতে পেশাজীবী ও শ্রমজীবী মানুষের পদচারণা বাড়তে শুরু করেছে।

গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে উদযাপন হয়েছে মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে সরকারি ছুটি ছিল বুধবার (১০ এপ্রিল), বৃহস্পতিবার ও শুক্রবার (১০, ১১ ও ১২ এপ্রিল)।

শনিবার (১৩ এপ্রিল) ঈদের পর সাপ্তাহিক ও রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষ্যে বাংলা নববর্ষের ছুটি। ফলে ১০ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত ছুটি ভোগ করেন চাকরিজীবীরা। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে কর্মজীবীরা অফিসপাড়ায় যোগ দেবেন আজ। এতে সব জায়গায় প্রাণচাঞ্চল্য ফিরবে।

বাড়ি থেকে শহরে ফেরা মানুষে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের মানুষজনের চিরচেনা নৌপথ সদরঘাট লঞ্চ টার্মিনাল। কর্মচঞ্চল হয়ে উঠেছে বুড়িগঙ্গার তীরবর্তী এই লঞ্চ ঘাট। ভোর ৩টা থেকেই লঞ্চের হর্ন ও যাত্রীদের পদচারণায় সদরঘাটের রাত-দিন পার্থক্য করা দায়। ভোর রাতে লঞ্চ ঘাটে নোঙর করায় অনেকেই পড়েছেন বিপাকে। বাস চলাচল শুরু না হওয়ায় অন্যান্য মাধ্যমে যারা রাজধানীর নিজ গন্তব্যে ফিরছেন, তাদেরকে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, চরফ্যাশন, হুলারহাট, ভান্ডারিয়া, লালমোহনসহ দেশের বিভিন্ন রুটের যাত্রী বোঝাই লঞ্চ টার্মিনালে ভিড়তে থাকে ভোর ৩টা থেকে। সকাল হতে হতে টার্মিনালে লঞ্চ ও যাত্রীও বাড়তে থাকে।

এদিকে, বাস ও ট্রেনে রাজধানীতে ফিরছেন মানুষ। গতকাল থেকেই কর্মজীবী মানুষদের ভিড় শুরু হয় রাজধানীতে। দিন গড়িয়ে রাত ও আজ ভোরে মানুষের ফেরার সংখ্যা তুলনামূলক বেশি।

Header Ad
Header Ad

আজ পবিত্র জুমাতুল বিদা: রমজানের শেষ জুমার তাৎপর্য

ছবি: সংগৃহীত

আজ পবিত্র জুমাতুল বিদা, রমজান মাসের শেষ শুক্রবার, যাকে মুসলিম বিশ্বে বিশেষ মর্যাদায় পালন করা হয়। এই দিনটি শুধু রমজান মাসের শেষ জুমা হিসেবে পালিত হয় না, বরং এটি মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ দিন। মুসলিমরা এই দিন আল্লাহর কাছে ক্ষমা, রহমত এবং মাগফিরাত কামনা করেন, পাশাপাশি ইবাদত-বন্দেগির মাধ্যমে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করে তুলতে চেষ্টা করেন।

ইসলামে জুমাতুল বিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এটি রমজান মাসের শেষ দিনের সাথে সম্পর্কিত। রমজান একটি পবিত্র মাস, যেখানে সারা বিশ্বের মুসলমানরা রোজা রাখেন, কোরআন তিলাওয়াত করেন, এবং বিশেষ ইবাদত-বন্দেগির মাধ্যমে নিজেদের আত্মার শুদ্ধি সাধন করেন। হাদিসে বর্ণিত রয়েছে যে, হজরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন, এবং তার উম্মতরা এই দিনে নফল নামাজ ও মোনাজাত করে থাকেন। এই কারণে, মুসলমানরা জুমাতুল বিদা উপলক্ষে অতিরিক্ত ইবাদত-বন্দেগি পালন করেন।

এছাড়া, এই দিনটি আল-কুদস দিবস হিসেবে পালিত হয়, যেটি প্রথম কেবলা বায়তুল মুকাদ্দেস (মসজিদুল আকসা) পুনরুদ্ধারের দাবিতে মুসলিম বিশ্বে পরিচিত। ১৯৬৮ সালে ইসরায়েল এক আক্রমণে জেরুজালেম দখল করে এবং মসজিদুল আকসা সহ পুরো এলাকা নিজের দখলে নিয়ে নেয়। এর প্রতিবাদে প্রতিবছর আল-কুদস দিবস পালিত হয়, যাতে বিশ্বজুড়ে মুসলিমরা মসজিদুল আকসার স্বাধীনতার দাবিতে আওয়াজ তোলে।

বিশ্বনবি হজরত মুহাম্মদ (সা.) রমজান মাসে বিশেষ ইবাদত পালন করতেন, এবং তার উম্মতরা এই মাসের প্রতিটি শুক্রবারকে এক ধরনের বিশেষ দিন হিসেবে পালন করেন। বিশেষ করে জুমাতুল বিদা রমজানের শেষ শুক্রবার হওয়ায় এটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হাদিসে বর্ণিত আছে, রমজান মাস আসলে আসমানের দরজাগুলো খুলে দেয়া হয়, দোজখের দরজাগুলো বন্ধ হয়ে যায়, এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় (বুখারী, মুসলিম)। এটি মুসলমানদের জন্য একটি বিরল সুযোগ, যাতে তারা আল্লাহর কাছ থেকে অসীম রহমত ও ক্ষমা লাভ করতে পারেন।

এবারের জুমাতুল বিদা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যেন সবাই একত্রিত হয়ে নামাজ আদায় করতে পারেন। মসজিদে অধিক মুসল্লি উপস্থিতির কারণে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে সবাই সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারে।

জুমাতুল বিদা শুধু ধর্মীয় গুরুত্বেই নয়, এর সাথে একটি বিশেষ আবেগও জড়িয়ে থাকে। এটি রমজান মাসের শেষ দিন, যখন মুসলমানরা তাদের রোজা ও ইবাদতের মাধ্যমে একে অপরকে বিদায় জানায়। এই দিনটি মুসলিমদের জন্য একটি শেষ সুযোগ, যা দিয়ে তারা সারা মাসের ইবাদত, দোয়া ও তওবা গ্রহণের মাধ্যমে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারেন।

আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের এই মাসের শেষে জুমাতুল বিদা মুসলমানদের জন্য একটি বড় আধ্যাত্মিক উপলক্ষ, যেখানে তারা আল্লাহর কাছে দোয়া ও মোনাজাত করেন এবং নিজেদের আত্মাকে আরও বেশি শুদ্ধ করার প্রচেষ্টা চালান।

আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র দিনটি সঠিকভাবে ইবাদত করার তাওফিক দিন।

Header Ad
Header Ad

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩৫ হাজার যানবাহন পারাপার, কমছে টোল আদায়ের হার

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩৫ হাজার যানবাহন পারাপার। ছবি: ঢাকাপ্রকাশ

ঈদকে সামনে রেখে টাঙ্গাইলের যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হলেও কমেছে টোল আদায়ের হার। এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (২৮ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল ঢাকা প্রকাশকে এ তথ্য জানিয়েছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১২ টা থেকে বৃহস্পতিবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়।

এরমধ্যে টাঙ্গাইল অংশে যমুনা সেতু পূর্ব প্রান্তে উত্তরবঙ্গগামী লেনে ২০ হাজার ২৪১টি যানবাহন পার হয়েছে। এতে ১ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয় এবং সিরাজগঞ্জ অংশে সেতু পশ্চিম প্রান্তে ঢাকাগামী লেনে ১৪ হাজার ৯৮৬টি যানবাহন পার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (২৭ মার্চ) ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা টোল আদায় করেছে এবং ৩৩ হাজার ৭৬৬ টি যানবাহন পারাপার হয়।

Header Ad
Header Ad

গাজায় ইসরায়েলি হামলায় ঝরল আরও ৪০ প্রাণ, নিহতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় চালানো একের পর এক হামলায় প্রাণ হারিয়েছেন তারা। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও ৬ লেবানিজ নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজার মধ্যাঞ্চলে একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত ২৪ ঘণ্টায় যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চল জুড়ে ৪০ জনেরও বেশি লোকের মৃত্যু হলো।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫০ হাজার ২০৮ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ১৩ হাজার ৯১০ জন আহত হয়েছেন।

গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা আপডেট করে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি উল্লেখ করে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে দিয়েছে, গাজায় হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির মুখোমুখি হচ্ছে। অন্যদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে কোনও সাহায্য গাজা ভূখণ্ডে প্রবেশ করেনি।

এই পরিস্থিতিতে গাজাজুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে। আল জাজিরা আরবির সাংবাদিক এবং ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের তথ্য অনুসারে, গাজা শহরের জেইতুন এলাকায় আওয়াদ পরিবারের বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা হামলায় তিনজন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন।

আল জাজিরা আরবি অনুসারে, দক্ষিণ গাজার রাফাহের পূর্বে আশ-শাওকা শহরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে বানি সুহেলা শহরে একটি ভবনে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণের পর বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননে সর্বশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।

লেবাননের কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি হামলায় দেশটির দক্ষিণে চারজন নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে, তারা হিজবুল্লাহ কর্মীদের ওপর হামলা চালিয়েছে। ইয়োহমোর এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন এবং মারুব গ্রামের কাছে একটি গাড়ি লক্ষ্য করে আরেকটি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন।

দুই মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। মূলত ২৭ নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করে ইসরায়েল লেবাননে অভিযান চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আজ পবিত্র জুমাতুল বিদা: রমজানের শেষ জুমার তাৎপর্য
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩৫ হাজার যানবাহন পারাপার, কমছে টোল আদায়ের হার
গাজায় ইসরায়েলি হামলায় ঝরল আরও ৪০ প্রাণ, নিহতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন চীনা প্রেসিডেন্ট
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
সন্‌জীদা খাতুনের শেষ ইচ্ছা: চিকিৎসা গবেষণার জন্য দেহ দান
গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকিরুল গ্রেফতার
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি হারানোর অভিযোগ এক নারী পোশাককর্মীর
লাইলাতুল কদরের সন্ধানে ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা
৫ সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো
চুয়াডাঙ্গায় যুবকের কোমরে মিলল ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ
জীবন-মৃত্যু আল্লাহর হাতে: বিষ্ণোইয়ের হুমকি প্রসঙ্গে সালমান খান
গুলশানে কয়েদির বেশে দেখা মিলল আফরান নিশোর
বঙ্গবন্ধু এভিনিউ এখন থেকে ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ’
পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন লিটন-নাহিদ-রিশাদ
দেশের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে
ব্যাটারিচালিত ভ্যানে শোডাউন দিয়ে নিজ এলাকায় আখতার হোসেন
আশরাফুল আলম খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
এবার এমপি পদ ফেরত চাইলেন হিরো আলম
মেসিকে বিশ্বকাপ নিয়ে বিরক্ত না করার অনুরোধ স্কালোনির