পেশাগত আচরণবিধি লংঘনের দায়ে ৭ জন স্থপতির বিরুদ্ধে ব্যবস্থা নিলো বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট
ছবি: সংগৃহীত
স্বল্প সময়ে অধিক সংখ্যক নকশা প্রণয়ন ও অনুমোদনের জন্য জমা দানের মাধ্যমে পেশাগত নৈতিকতা ও আচরণবিধি লংঘন করায় ৭ (সাত) জন স্থপতির বিরুদ্ধে ব্যবস্থা নিলো বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট।
গত ১০ জানুয়ারি ২০২৪ তারিখে স্মারকমূলে রাজউক কর্তৃক প্রেরিত পত্রের মাধ্যমে বাস্থই অবগত করা হয়, ৭ (সাত) জন স্থপতি নির্দিষ্ট সময়ের মধ্যে অধিক সংখ্যক নকশা প্রণয়ন করে অনুমোদনের জন্য জমা দিয়েছেন। যা পরবর্তীতে বাস্থই শৃঙ্খলা বিষয়ক কমিটি কর্তৃক প্রতীয়মান হয়। এই কাজের মাধ্যমে ঐ ৭ (সাত) জন স্থপতি পেশাগত নৈতিকতা ও আচরণবিধি ২০১৮ (Code of Ethics & Professional Conduct 2018) সুস্পষ্ট লংঘন করেছেন।
এমতাবস্থায়, বাস্থই নির্বাহী পরিষদ, গত ২০ মার্চ ২০২৪ তারিখে অনুষ্ঠিত ২০তম (জরুরী) নির্বাহী সভায়, বাস্থই শৃঙ্খলা বিষয়ক কমিটির সুপারিশক্রমে দোষী ৭ (সাত) জন স্থপতি'র বিরুদ্ধে নিম্নলিখিত শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
৭ (সাত) জন স্থপতি হলেন: স্থপতি পরেশ চন্দ্র মন্ডল (এম-০১৩) , স্থপতি আয়েশা আক্তার সুইটি (এস-০৮৮) , স্থপতি মোঃ রুবায়েত ইবনে আদহাম (এ-১৮৫) , স্থপতি মোহাম্মদ রফিদুল ইসলাম (আই-০৭৮), স্থপতি এ বি ফারুক আহমেদ (এ-১০৩), স্থপতি সেবতি সঞ্চিতা (এস-০৮৭), স্থপতি তানজিনা রহমান (আর-১৯৪)।
তাদের সবাইকে অনুমোদনের জন্য প্রণীত নকশায় স্বাক্ষর করার অধিকার ৩ (তিন) বছরের জন্য রহিত করা হয়েছে।
এছাড়া, ভবিষ্যতে বাস্থই স্বার্থবিরোধী কোন কর্মকান্ডে জড়িত না হওয়া এবং সচেতনভাবে বাস্থই এর সংঘ স্মারক এবং সংঘ বিধি ও পেশাগত নৈতিকতা এবং আচরণবিধি ২০১৮ (Code of Ethics & archbd Professional Conduct 2018) সর্বান্তকরণে মেনে চলার ব্যাপারে তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
তাদের দ্বারা অনৈতিকভাবে অনুমোদনের জন্য জমাকৃত এবং পুর্বে অনুমোদিত সকল নকশা বাতিল করার জন্য বাস্থইর পক্ষ হতে লিখিতভাবে রাজউক কে অবহিত করা হবে এবং IAB CENTRE বাস্থই গঠনতন্ত্রের ২.৯.৪ (খ) অনুযায়ী তাদের বিরুদ্ধে গৃহীত শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তিমূলক ব্যবস্থা যে কোন প্রচার মাধ্যমে প্রচার করার অধিকার থাকবে। বিষয়টি বাস্থইর সকল সদস্যের অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।