ভূমধ্যসাগরে নিহত ৭ বাংলাদেশির মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলমান
গত ২৫ জানুয়ারি ইতালিতে ভূমধ্যসাগরে তীব্র ঠান্ডায় মারা যাওয়া ৭ বাংলাদেশির মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলমান।
মরদেহ দর্শনে আদালতের বাধ্যবাধকতা থাকায় এখনো দেখা সম্ভব হয়নি। তবে প্রক্রিয়া চলছে।
শনিবার (২৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের মৃত্যুর বিষয়টি জানার পরই ইতালির বাংলাদেশ দূতাবাস সক্রিয় ভূমিকা পালন করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলছে দূতাবাস।
ইতালির কাতানিয়া ও পালেরমোতে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসালদের মাধ্যমেও বাংলাদেশ দূতাবাস প্রকৃত তথ্য অনুসন্ধান ও যথোপযুক্ত করণীয় নির্ধারণের মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা জীবিত লোকজনকে বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়েছে এবং দূতাবাসের প্রতিনিধিদল তাদের সঙ্গে কথা বলেছে।
ইতালির প্রাথমিক তথ্য মতে, অভিবাসন প্রত্যাশী ২৮৭ জনের মধ্যে ২৭৩ জন ছিলেন বাংলাদেশি যাদের মধ্যে ৭ জন মারা গেছেন। অন্যরা মিশরীয় নাগরিক।
আরইউ/এসএন