বেলজিয়াম বিএনপির সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রতিবাদ দূতাবাসের
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিএনপির বেলজিয়াম শাখার সংবাদ সম্মেলনে দেওয়া তথ্যের প্রতিবাদ জানিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার (২৮ জানুয়ারি) প্রেস ক্লাব ব্রাসেলস ইউরোপকে এ প্রতিবাদপত্র দিয়েছে দূতাবাস। প্রতিবাদপত্রটি প্রেস ক্লাব ব্রাসেলস ইউরোপের ওয়েবসাইটে প্রদর্শন করা হয়েছে।
প্রতিবাদপত্রে বেলজিয়ামের বাংলাদেশ দূতাবাস লিখেছে, বিএনপি বেলজিয়াম শাখার তথাকথিত সংবাদ সম্মেলন দূতাবাসের দৃষ্টিগোচর হয়েছে যেটি বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) প্রেস ক্লাব ব্রাসেলস ইউরোপে অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে যেসব তথ্য দেওয়া হয়েছে তা বিকৃত এবং মিথ্যা। একারণে দূতাবাস সত্যিটা তুলে ধরে একটি প্রতিবাদ দিচ্ছে যাতে প্রেস ক্লাব ব্রাসেলস ইউরোপকে ব্যবহার করে কেউ মিথ্যা তথ্য ছড়াতে না পারে।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপতি ক্ষমা করার অথরিটি নয়। তিনি শুধু সাইনিং অথরিটি। এটা একটা ডাহা মিথ্যা কথা। আসল বিষয় হলো রাষ্ট্রপতি ক্ষমার ব্যাপারে সর্বোচ্চ কতৃপক্ষ সাংবিধানিকভাবে। বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন কীনা এটা একান্তই তার ব্যাপার।
রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি শর্তে খালেদা জিয়ার দণ্ড স্থগিত রেখেছেন এবং মুক্তি দিয়েছেন। এক নাম্বার শর্ত হলো খালেদা জিয়া দেশ ছাড়তে পারবেন না এবং দুই নম্বর শর্ত হলো তিনি বাংলাদেশে চিকিৎসা নেবেন। তখন থেকে খালেদা জিয়া তার গুলশানের বাসায় অবস্থান করছেন।
দূতাবাসের স্পষ্ট ভাষ্য হলো এটা একেবারেই আইনের ব্যাপার। এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়। বিএনপি দেশের বাইরে থেকে আইনগত ইস্যুকে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে।
আরইউ /