ইসি আইন নিয়ে এম সাখাওয়াত হোসেন
আইনটা যে হলো এটাই ইতিবাচক
দীর্ঘ ৫০ বছরের প্রতীক্ষার অবসান হলো। অবশেষে নির্বাচন কমিশন গঠন আইন পেলো বাংলাদেশ। নতুন নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২ সংসদে পাস হয়েছে। কেমন হলো আইন, জনগণের প্রত্যাশাই বা কতটা পূরণ হলো। এ বিষয়ে ঢাকাপ্রকাশ-কে মতামত দিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, আইনটা যে হলো এটাই ইতিবাচক দিক।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এর কাছে জানতে চাওয়া হয় নির্বাচন কমিশন থেকে বিদায় নেওয়ার আগে তারা একটি আইনের খসড়া দিয়ে গিয়েছিলেন। সেই খসড়ার কতটুক বিদ্যমান আইনে রাখা হয়েছে। জবাবে এম সাখাওয়াত হোসেন বলেন, মানুষের কি আশা ছিল সেটা তো আমি জানি না। তবে আমরা যেটা দিয়েছিলাম সেটার সাথে এটার মিল নাই। শুধু একটি পোর্সনে মিল আছে, সেটা হচ্ছে সার্চ কমিটি। কিন্তু পরের পোর্সন তো মিল নাই। তারা (সরকার) যেভাবে করেছেন, যে বিবেচনায় করেছেন সেভাবে আইন পাস হয়েছে। একটা আইন পাস হয়েছে এটাই তো বড় কথা। আইনটি যখন বাস্তবায়ন হবে তখন দেখা যাবে কি রকম হয়। তবে আইনের বিষয়ে অনেক আলোচনা ছিল এখন আর আলোচনার জায়গা নেই।
নতুন আইনে নতুন নির্বাচন কমিশন গঠন হবে সেটা কেমন হবে বা সেই কমিশন নিয়ে বিতর্ক উঠতে পারে কি-না? এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আশাকরি ভালো হবে।’ নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি হবে কি-না এমন প্রশ্নের জবাবে বলেন, ‘সেটা তো না হওয়া পর্যন্ত বলতে পারি না। আগে থেকে কিছু বলা যায় না। হতে পারে অনেক অভিজ্ঞ ভালো লোক দেশে আছে তাদেরকে নিয়োগ দিলে তারা হয়তো ভালো করতে পারেন। তবে সবাই আইন চেয়েছে, আইন হয়েছে এটা একটা ইতিবাচক বিষয় নিশ্চই। এখন আইন করা, আইন প্রয়োগ করা আইনের প্রয়োগের পর ফল এগুলো না দেখে তো কিছু বলা যাবে না কেমন আইন হলো।’
এসএম/