ইসি আইন নিয়ে ড. বদিউল আলম মজুমদার
পুরনো পথেই হেটেছে সরকার
দীর্ঘ ৫০ বছরের প্রতীক্ষার অবসান হলো। অবশেষে নির্বাচন কমিশন গঠন আইন পেলো বাংলাদেশ। নতুন নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২ সংসদে পাস হয়েছে। কেমন হলো আইন, জনগণের প্রত্যাশাই বা কতটা পূরণ হলো। এ বিষয়ে ঢাকাপ্রকাশ-কে মতামত দিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, পুরনো পথেই হেটেছে সরকার।
ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘কোনোভাবেই প্রত্যাশা পূরণ হলো না। তাদের (সরকারের) প্রজ্ঞাপনকে আইনের খোলশে পাস করলো আইন হিসাবে। পুরানো পথে চললে নতুন পথে পৌঁছানো যাবে না। তারা সেই পুরানো পথেই চলছে। যেই পথে আমাদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে। আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। এই আইনের মাধ্যমে সেই পথ থেকে উত্তরণের কোন লক্ষ্যণ দেখছি না।’
আপনারা তো একটা সুপারিশ করেছিলেন সেটার কতটুক বাস্তবায়ন দেখলেন এমন প্রশ্নের জবাবে বলেন, ‘না কিছুই করা হয়নি। যদি উত্থাপিত আইন পাস করে থাকে তাহলে আমাদের কোন সুপারিশই গ্রহণ করেনি। মানুষের প্রত্যাশা পূরণ হয়নি এবং আমরা যে সুপারিশ করেছিলাম তার কোনটাই গ্রহণ করে নাই।’
নতুন আইনের অধীনেই নতুন নির্বাচন কমিশন গঠন হবে তাতে কি সেই কমিশন প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে করেন? ড. মজুমদার বলেন, ‘নিশ্চই। এটা সম্পূর্ণ গোপনিয়তার ভিত্তিতে যেমনি ভাবে আগের কমিশন গঠত হয়েছে, সুতরাং প্রশ্নবিদ্ধ তো হবেই। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে।’
এসএম/