পররাষ্ট্রসচিবের সঙ্গে কটন অ্যাসোসিয়েশন কমিটির সাক্ষাৎ
বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সভাপতি মুহাম্মদ আইয়ুবের নেতৃত্বে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রসচিবকে স্পিনিং, গার্মেন্টস সেক্টর এবং রপ্তানির জন্য প্রয়োজনীয় তুলা সোর্সিং বিষয়ে অ্যাসোসিয়েশনের উদ্যোগ সম্পর্কে জানান।
সাক্ষাৎকালে অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার এবং শক্তিশালী মূল্য স্থিতিশীলতার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে। পররাষ্ট্রসচিব অ্যাসোসিয়েশন নেতৃত্বকে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার উপায় খুঁজতে বলেন। যেহেতু বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে।
উভয়পক্ষই নতুন বাজার খোঁজা, তৈরি পোশাক ও টেক্সটাইল সেক্টরের জন্য সাপ্লাই চেইন সমাধান জোরদার করার জন্য একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে।
আরইউ/টিটি