'মার্কিন নিষেধাজ্ঞায় সমর্থন এক সদস্যের ব্যক্তিগত মত, ইইউয়ের নয়'
র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের একজন সদস্যের সমর্থনের বিষয়টি ব্যক্তিগত হতে পারে। এটা ইউরোপীয় ইউনিয়নের কোনো ব্যাপার নয়। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউ) মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে এ মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
ওই সদস্যের মতামত সম্পর্কে ইইউ রাষ্ট্রদূত বলেন, একজন ব্যক্তির অবশ্যই ব্যক্তিগত মত প্রকাশের অধিকার রয়েছে। আমার মনে হয় এটিও তেমনই একটি ব্যাপার। দ্রুত সমাধান হয়ে যাবে এমন আশা করেন তিনি।
ইইউ রোহিঙ্গা ইস্যুতে নিয়ে কাজ করছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, আমি নিজেও এ বিষয়ে একাধিকবার কথা বলেছি। আশা করি একটি সমাধান আসবে। তবে বাংলাদেশ যেভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে নজিরবিহীন।
রাষ্ট্রদূত এসময় বাংলাদেশের আগামী নির্বাচন, দ্বিপাক্ষিক বাণিজ্য, জলবায়ু পরিবর্তন প্রভৃতি ইস্যু নিয়ে কথা বলেন।
মিট দ্যা রিপোর্টার্স সঞ্চালনা করেন ডিআরইউ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব। সভাপতিত্ব করেন সভাপতি নজরুল ইসলাম মিঠু।
আরইউ/কেএফ/