পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেতে ডোপটেস্ট সনদ বাধ্যতামূলক হচ্ছে
সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণে আগামী ৩০ জানুয়ারি থেকে পেশাদার মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নকালে প্রার্থীর আবেদনপত্রের সাথে সরকারি হাসপাতাল কর্তৃক সম্পাদিত ডোপটেস্ট রিপোর্ট/ সনদ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ ও সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৭তম সভায় গৃহিত ১১১টি সুপারিশ চূড়ান্ত করা হয়। সেই ১১১টি সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে গঠিত ৩৩ সদস্যের একটি টাস্কফোর্স কাজ করছে।
বুধবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দক্ষ চালক তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের জন্য বিআরটিসির ৩টি প্রশিক্ষণ ইন্সটিউট ও ১৭টি প্রশিক্ষণ কেন্দ্র আধুনিয়কায়ন ও শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্প বিআরটিসি’র মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। যানজট নিরসনে গাজীপুর ও ঢাকার মধ্যে দ্রুত ও নিরাপদে যাতায়তের সুবিধার্থে গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২০ দশমিক ৫০ কিলোমিটার বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এটি হবে নিরাপদ ও পরিবেশ বান্ধব প্রথম বাস ভিত্তিক আধুনিক গণপরিবহন ব্যবস্থা। যা ঘণ্টায় উভয়দিকে ২৫ হাজার যাত্রী পরিবহন করতে পারবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ব্যক্তিগত যান্ত্রিক বাহন পরিহার এবং উন্নত গণপরিবহন ব্যবহারের মাধ্যমে যানজট নিরসন সহজ হবে। এ প্রকল্পের গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে নিরাপদে চলাচলের জন্য ৫টি ওভারপাস ও ১টি ইন্টারচেঞ্জ এর নির্মাণ কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, গত এক দশকে ৩ হাজার ৬৫১ জন মহিলাসহ মোট ৬৯ হাজার ৬৯৮ জন প্রশিক্ষণার্থীকে বিআরটিসি’র মাধ্যমে মটর ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ৬৩২ দশমিক ০৭ কিলোমিটার জাতীয় মহাসড়ক ৪ লেন বা তদুর্ধ্ব লেনে উন্নীত করা হয়েছে। বর্তমানে জাতীয় মহাসড়কে সার্ভিস লেন ব্যতীত ৬৩২ দশমিক ০৭ কিলোমিটার ৪ লেনে উন্নীতকরণ কাজ চলমান রয়েছে।
এসএম/এএস