পানামা ও প্যারাডাইস পেপার্স
যেসব ব্যক্তি-প্রতিষ্ঠানের তথ্য হাইকোর্টে
অর্থপাচারে জড়িত থাকার অভিযোগে পানামা ও প্যারাডাইস পেপার্সে নাম আসা ৬৯ ব্যক্তি/প্রতিষ্ঠানের তথ্য হাইকোর্টে দাখিল করা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক প্রতিবেদনটি আদালতে দাখিল করেছেন।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বুধবার (২৬ জানুয়ারি) এ তথ্য উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেন তিনি।
প্যারাডাইস পেপার্সে নাম আসা তালিকায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছেন: আব্দুল আউয়াল মিন্টু, ফাতেমা নাসরিন আউয়াল (স্বামী: আবদুল আউয়াল মিন্টু), মো. তাবিথ আউয়াল (পিতা: আবদুল আউয়াল মিন্টু), মোহাম্মদ তাফসির আউয়াল (পিতা: আবদুল আউয়াল মিন্টু), মো.তাজওয়ার আউয়াল (অভিভাবক: আবদুল আউয়াল মিন্টু), ফয়সাল চৌধুরী (মেঘনাঘাট পাওয়ার লি: নারায়ণগঞ্জ), ওয়াই ফরিদা মোগল (জ্যামাইকা নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র), শহিদ উল্লাহ (টেক্সাস, যুক্তরাষ্ট্র), সামির আহমেদ (বারিধারা, ঢাকা), একই ঠিকানার দুই প্রতিষ্ঠান সেভেন সিজ ও সোয়েন ইনভেস্টমেন্টস লি: (বাড়ি: ৬, সড়ক: ৮৭, গুলশান-২, ঢাকা), ব্রামার এন্ড পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লি: (৫০, মহাখালী, ঢাকা), ইউনোকল বাংলাদেশ লি:, ইউনোকল বাংলাদেশ এক্সপ্লেশন লি:, ইউনোকল শাহবাজপুর পাওয়ার লি:, ইউনোকল শাহবাজপুর পাইপলাইন লি:, ইউনোকল বাংলাদেশ ব্লক সেভেন লি:, ইউনোকল শাহবাজপুর লি:, ইউনোকল বাংলাদেশ ব্লক ফাইভ লি:, ইউনোকল বাংলাদেশ ব্লক টেন লি:, ইউনোকল বাংলাদেশ ব্লকস থারটিন এন্ড ফরটিন লি:, ইউনিকল বাংলাদেশ ব্লক টুয়েলভ লি:, এনএফএম এনাজিং (সিঙ্গাপুর) পিটিই লি:, বারলিংটন রিসোর্সেস বাংলাদেশ লি:, ফ্রন্টিয়ার বাংলাদেশ (বারমুডা) লি: এবং টেরা বাংলাদেশ ফান্ড লি:।
পানামা পেপার্সে আসা ব্যক্তি/ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: একই ঠিকানার (বাড়ি নং – ৪এ, রাস্তা নং–১৭, গুলশান–২ ঢাকা) তিন ব্যক্তি বেগম নিলুফার কাজী (স্বামী: কাজী জাফর উল্লাহ), জাফরুল্লাহ কাজী, কাজী রায়হান জাফর, ক্যাপ্টেন সোহাইল হোসাইন (ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার), ইফতেখারুল আলম (চেয়ারম্যান, স্পার্ক লি: ও অমনিকেম), বাংলা ট্র্যাক লিমিটেডের তিন ব্যাক্তি মো. আমিনুল হক, নাজিম আসাদুল হক ও তারিক ইকরামুল হক, আব্দুল মোনেম লিমিটেডের এএসএম মহিউদ্দিন মোনেম ও আসমা মোনেম, এ এম এম খান (সাবেক সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ) ও আজমত মঈন (পরিচালক, মমিন টি)।
এছাড়া হাইকোর্টে তথ্য দেয়া অন্যান্য ব্যক্তি / প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে: দিলীপ কুমার মোদী (সিক্স সিজনস ফুড অ্যান্ড বেভারেজ লি:), অনন্ত গ্রুপের শরীফ জহির, মার্কেন্টাইল করপোরেশনের আজীজ খান, আঞ্জুমান আজীজ খান, আয়েশা আজীজ খান, জাফর উমায়েদ খান ও ফয়সাল করিম খান, সি পার্লের চেয়ারম্যান সৈয়দ সিরাজুল হক, ইউনাইটেড গ্রুপ অব কোম্পানির হাসান মাহমুদ রাজা, খন্দকার মঈনুল আহসান শামীম, আহমেদ ইসমাইল হোসেন ও আখতার মাহমুদ, মাসকট গ্রুফ অব কোম্পানির এফএফ জোবায়দুল হক, সেতু করপোরেশনের মাহতাব উদ্দিন চৌধুরী ও উম্মে রাব্বানা, স্কয়ার গ্রুপের স্যামসন এইচ চৌধুরী, বিবিটিএল, ক্যাপ্টেন এম এ জাইল (জাউল/জলিল), এফএম জোবায়দুল হক, সালমা হক, খাজা শাহাদাৎ উল্লাহ ও মীর্জা এম ইয়াহিয়া।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান মোট ৬৯ ব্যক্তি/প্রতিষ্ঠানের তথ্যযুক্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে আদালতে।
এমএ/