জনগণ নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে : পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
জনগণ নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে, স্যাংশনের আশঙ্কায় সরকার কান দেয় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ সন্ধ্যায় সমসাময়িক বিষয়ে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা স্যাংশনের আশঙ্কায় কান দেই না। ওসব জুজুর ভয়। আমাদের আত্মবিশ্বাস আছে। বিএনপি বড় দল হলে নির্বাচনে এসে তা প্রমাণ করুক।
ভোটে গেলে স্যাংশনের শঙ্কা প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বক্তব্যের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিরা কে কী দাবি করলো তা ‘ইরিলেভেন্ট’। দেশের মানুষ কী চায় সেটাই গুরুত্বপূর্ণ। জনগণ নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে, কেউ বাধা দিলে শাস্তি দেয়া হবে। জ্বালাও-পোড়াও সহ্য করা হবে না। মানুষদের রক্ষা করায় আমাদের দায় আছে। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাচ্ছি।
ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, ফিলিস্তিনের গাজার মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিএনপি কথা না বলে ঘুমাচ্ছে। তারা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।