সরকারের শেষ একনেক বৈঠকে ৩৬ প্রকল্প পর্যালোচনা
ছবি: সংগৃহীত
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক চলছে। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে সভাপতিত্ব করছেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় ৩৬টি প্রকল্প পর্যালোচনা চলছে। অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে এ প্রকল্পগুলো একনেকে উত্থাপন করা হয়েছে। এছাড়া আরও পাঁচটি প্রকল্প বৈঠকে অবহিতকরণের জন্য উপস্থাপন করা হয়।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের এটি শেষ একনেক বৈঠক। সাধারণত জাতীয় সংসদের নির্বাচনী তফসিল ঘোষণার পর একনেক বৈঠকের রেওয়াজ নেই। যদিও এতে আইনগত বাধাও নেই।