শেষ অধিবেশনে রেকর্ড পরিমাণ বিল পাস
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদের ২৫তম ও শেষ অধিবেশনে ২৫টি বিল পাস হয়েছে ২৫টি। এবারের অধিবেশনটি ছিল নয় কার্যদিবসের। তবে অধিবেশনের প্রথম দিন তিন সংসদ সদস্যের মৃত্যুজনিত কারণে শোক প্রস্তাবের ওপর আলোচনার পর ওই দিনের সব কাজ স্থগিত রেখে অধিবেশন মুলতবি হয়ে যায়।
পরদিন থেকে এ অধিবেশনের আট কার্যদিনে মোট ২৫টি বিল পাস করা হয় এর মধ্যে শেষ দিনেই (বৃহস্পতিবার) সাতটি বিল পাস করে বিল পাসের নতুন এক রেকর্ড তৈরি করল জাতীয় সংসদ। এর আগে একাদশ সংসদের ২৪তম অধিবেশনে আট দিনে ১৮টি বিল পাস হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত বিল ছিল ‘সাইবার নিরাপত্তা বিল ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল-২০২৩।
একাদশ সংসদের প্রথম অধিবেশনে পাঁচটি, দ্বিতীয় অধিবেশনে তিনটি, তৃতীয় অধিবেশনে সাতটি, চতুর্থ অধিবেশনে একটি, পঞ্চম অধিবেশনে তিনটি, ষষ্ঠ অধিবেশনে সাতটি বিল পাস হয়। তবে সপ্তম অধিবেশনে কোনো বিল পাস হয়নি।
এদিকে আগের সব রেকর্ড ভেঙে দিয়ে চলতি একাদশ অধিবেশনের শেষ দিনে ২ নভেম্বর সর্বোচ্চ সাতটি বিল পাস হয়। বিলগুলো হলো- লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় বিল-২০২৩, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২৩, বাংলাদেশ হোমিওপ্যাথিক শিক্ষা চিকিৎসা বিল-২০২৩, বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল-২০২৩, পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) বিল-২০২৩, আনসার ব্যাটালিয়ন বিল-২০২৩ এবং বাংলাদেশ পুলিশ (অধস্তন কর্মচারী) কল্যাণ তহবিল বিল-২০২৩।