পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে পুরস্কার পেল যেসব ইউনিট
চলছে পুলিশ সপ্তাহ-২০২২। রোববার (২৩ জানুয়ারি) অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠানের দ্বিতীয় দিন শিল্ড প্যারেড, ২০২০ ও ২০২১ সালের মাদকদ্রব্য, অস্ত্র ও চোরাচালান দ্রব্য উদ্ধারে সাফল্য অর্জনকারী বিভিন্ন ইউনিটের মাঝে পুরস্কার তুলে দেন আইজিপি।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশকে ২০৪১ সালের উন্নত দেশের উপযোগী পুলিশ হিসেবে গড়ে তুলতে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে ২০২০ সালে
'ক' গ্রুপে প্রথম হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, দ্বিতীয় চট্টগ্রাম জেলা পুলিশ, তৃতীয় পাবনা জেলা পুলিশ।
'খ' গ্রুপে প্রথম হয়েছে কক্সবাজার জেলা পুলিশ, দ্বিতীয় যশোর জেলা পুলিশ, তৃতীয় নোয়াখালী জেলা পুলিশ।
'গ' গ্রুপে এপিবিএন প্রথম , চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ দ্বিতীয়, রাজবাড়ী জেলা পুলিশ তৃতীয় হয়েছে।
'ঘ' গ্রুপে রেব-৭, চট্টগ্রাম প্রথম, রেব-৫, রাজশাহী দ্বিতীয়, রেব-১৫, কক্সবাজার তৃতীয় হয়েছে।
'ঙ' গ্রুপে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ প্রথম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগ দ্বিতীয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগ তৃতীয় হয়েছে।
আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে ২০২১ সালে
'ক' গ্রুপে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রথম, পাবনা জেলা পুলিশ দ্বিতীয়, চট্টগ্রাম জেলা পুলিশ তৃতীয় হয়েছে।
'খ' গ্রুপে প্রথম কক্সবাজার জেলা পুলিশ, দ্বিতীয় নরসিংদী জেলা পুলিশ, তৃতীয় নোয়াখালী জেলা পুলিশ।
'গ' গ্রুপে এপিবিএন প্রথম, গাজীপুর জেলা পুলিশ দ্বিতীয়, রাজবাড়ী জেলা পুলিশ তৃতীয় হয়েছে।
'ঘ' গ্রুপ রেব-৭ , চট্টগ্রাম প্রথম, রেব- ৫, রাজশাহী দ্বিতীয়, রেব-১৫, কক্সবাজার তৃতীয় হয়েছে।
'ঙ' গ্রুপে প্রথম হয়েছে ডিবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম দ্বিতীয়, যৌথভাবে তৃতীয় হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ ও ওয়ারী বিভাগ।
মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ২০২০ সালে
'ক' গ্রুপে প্রথম হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, কুমিল্লা জেলা পুলিশ দ্বিতীয়, চট্টগ্রাম জেলা পুলিশ তৃতীয়।
'খ' গ্রুপে কক্সবাজার জেলা পুলিশ প্রথম, যশোর জেলা পুলিশ দ্বিতীয়, ঢাকা জেলা পুলিশ তৃতীয় হয়েছে।
'গ' গ্রুপে প্রথম হয়েছে জয়পুরহাট জেলা পুলিশ, দ্বিতীয় লালমনিরহাট জেলা পুলিশ, তৃতীয় চুয়াডাঙ্গা জেলা পুলিশ।
'ঘ' গ্রুপে প্রথম হয়েছে রেব-৫, রাজশাহী, রেব-৪, মিরপুর, ঢাকা দ্বিতীয়, রেব-১৫, কক্সবাজার তৃতীয় হয়েছে।
'ঙ' গ্রুপে প্রথম হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ, দ্বিতীয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগ, তৃতীয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগ।
'চ' গ্রুপে প্রথম হয়েছে হাইওয়ে পুলিশ, দ্বিতীয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন, তৃতীয় রেলওয়ে পুলিশ।
মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ২০২১ সালে
'ক' গ্রুপে প্রথম হয়েছে কুমিল্লা জেলা পুলিশ, দ্বিতীয় চট্টগ্রাম জেলা পুলিশ, তৃতীয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
'খ' গ্রুপে প্রথম হয়েছে কক্সবাজার জেলা পুলিশ, দ্বিতীয় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ, তৃতীয় যশোর জেলা পুলিশ।
'গ' গ্রুপে প্রথম হয়েছে জয়পুরহাট জেলা পুলিশ, দ্বিতীয় লালমনিরহাট জেলা পুলিশ, তৃতীয় গাজীপুর জেলা পুলিশ।
'ঘ' গ্রুপে রেব-৭, চট্টগ্রাম প্রথম, রেব-১৫, কক্সবাজার দ্বিতীয়, রেব-১১, নারায়ণগঞ্জ তৃতীয় স্থান অধিকার করেছে।
'ঙ' গ্রুপে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ প্রথম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগ দ্বিতীয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগ তৃতীয় হয়েছে।
'চ' গ্রুপে আর্মড পুলিশ ব্যাটালিয়ন প্রথম, হাইওয়ে পুলিশ দ্বিতীয়, রেলওয়ে পুলিশ তৃতীয় হয়েছে।
চোরাচালান মালামাল উদ্ধারের ২০২০ সালে
'ক' গ্রুপে প্রথম হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, দ্বিতীয় কুমিল্লা জেলা পুলিশ, তৃতীয় টাঙ্গাইল জেলা পুলিশ।
'খ' গ্রুপে খাগড়াছড়ি জেলা পুলিশ প্রথম, সিলেট মেট্রোপলিটন পুলিশ দ্বিতীয়, বান্দরবান জেলা পুলিশ তৃতীয়।
'গ' গ্রুপে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ প্রথম, লালমনিরহাট জেলা পুলিশ দ্বিতীয়, পঞ্চগড় জেলা পুলিশ তৃতীয়।
'ঘ' গ্রুপে রেব-৩, টিকাটুলি, ঢাকা প্রথম, রেব-১০, ডেমরা, ঢাকা দ্বিতীয়, রেব-৭, চট্টগ্রাম তৃতীয়।
'ঙ' গ্রুপে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগ প্রথম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ দ্বিতীয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ তৃতীয়।
'চ' গ্রুপে আর্মড পুলিশ ব্যাটালিয়ন প্রথম, রেলওয়ে পুলিশ দ্বিতীয়, হাইওয়ে পুলিশ তৃতীয় হয়েছে।
চোরাচালান মালামাল উদ্ধারের ২০২১ সালে
'ক' গ্রুপে প্রথম হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রথম, কুমিল্লা জেলা পুলিশ দ্বিতীয়, সিলেট জেলা পুলিশ তৃতীয়।
'খ' গ্রুপে প্রথম হয়েছে ঝিনাইদহ জেলা পুলিশ, দ্বিতীয় বাগেরহাট জেলা পুলিশ, তৃতীয় হবিগঞ্জ জেলা পুলিশ।
'গ' গ্রুপে চুয়াডাঙ্গা জেলা পুলিশ প্রথম, পঞ্চগড় জেলা পুলিশ দ্বিতীয়, লালমনিরহাট জেলা পুলিশ তৃতীয়।
'ঘ' গ্রুপে রেব-১০, ডেমরা, ঢাকা প্রথম, রেব-৭, চট্টগ্রাম দ্বিতীয়, রেব-১৪, ময়মনসিংহ তৃতীয়।
'ঙ' গ্রুপে প্রথম হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগ, দ্বিতীয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগ, তৃতীয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ লালবাগ বিভাগ।
'চ' গ্রুপে প্রথম হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, দ্বিতীয় রেলওয়ে পুলিশ, তৃতীয় হাইওয়ে পুলিশ।
পুলিশ সপ্তাহ ২০২২ কুচকাওয়াজ ট্রফি প্রতিযোগিতায় প্রথম হয়েছে এপিবিএন দল, দ্বিতীয় যৌথ মেট্রো দল এবং তৃতীয় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল।
শিল্ড প্যারেড প্রতিযোগিতায় প্রথম হয়েছে এপিবিএন দল, দ্বিতীয় যৌথ মেট্রো দল এবং তৃতীয় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল।
এনএইচ/এএস