রংপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৪
রংপুরের নব্দীগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নব্দীগঞ্জে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন অটোরিকশাচালক রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে হতাহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
এ ব্যাপারে রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটের বুড়িমারীগামী মানিক এক্সপ্রেস নামে একটি বাস ওই এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালকসহ তিনজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গুরুতর আহতাবস্থায় তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে আরও একজন মারা যান।
মহানগর পুলিশের মাহিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) বাবুল মিয়া জানান, দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যানচলাচল স্বাভাবিক করে।
এসআইএইচ/