হাতপাখার প্রার্থীর উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির নির্দেশ
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।
সোমবার (১২ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আহসান হাবিব খান বলেন, বরিশালে ভালো ভোট হচ্ছে। এর মধ্যে এটা আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। হামলাকারীকে গ্রেপ্তার করতে হবে ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় নয়।
তিনি আরও বলেন, বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। যেন আর এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
এর আগে সকালে ২২নং ওয়ার্ডে ৮৭ নম্বর কেন্দ্রে সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের উপর হামলার ঘটনা ঘটে।
এসময় তিনি জানান, সাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে বের হওয়ার পর হাতেম আলী কলেজ চৌমাথার কাছে ৩০-৪০ জন নৌকার সমর্থক তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে জখম করে। হামলায় তার দলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় রিটার্নিং অফিসার ও পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, তারা আমার এবং আমার কর্মীদের উপর হামলা করেছে। যত হামলা হোক ভোটের শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে আছি। এই সরকারের পতন না করে আমি ঘরে ফিরব না। দেশের মাটিতে শাহাদাত বরণ করব নয়তো এই জালিমদের হটানোর ব্যবস্থা করব। আমি তো কোনো অন্যায় করিনি। যারা হামলা করেছে আমি তাদের বাবার বয়সী। আমার চুল দাড়ি পাকা, একজন আলেম মানুষ। মানুষ এত বড় পিশাচ হতে পারে? কী হচ্ছে? এটা কেমন নির্বাচন?