সিরাজুল আলম খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শুক্রবার (৯ জুন) এক শোকবার্তায় রাষ্ট্রপতি সিরাজুল আলম খানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার (৯ জুন) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন সিরাজুল আলম খান। অসুস্থতার কারণে গত ২০ মে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে গত ১ জুন তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে গতকাল (৮ জুন) রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।