রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান মারা গেছেন
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের অন্যতম সংগঠক ও দেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৯ জুন) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন ৮২ বছর বয়সী সিরাজুল আলম খান। অসুস্থতার কারণে গত ২০ মে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে গত ১ জুন তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে গতকাল (৮ জুন) রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদের নেতৃত্বে ষাটের দশকের প্রথমার্ধে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা ‘স্বাধীনতার নিউক্লিয়াস’ গঠিত হয়। সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন এই ছাত্রনেতারা।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ছাত্রলীগ ভেঙে দুই ভাগ হয়। এসময় সিরাজুল আলম খানের উদ্যোগে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠা হয়। তিনি কখনো জাসদের নেতৃত্বে না এলেও জাসদ নেতাদের পরামর্শক হিসেবে তাদের কাছে ‘তাত্ত্বিক গুরু’ হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক কারণে ১৯৬৩, ১৯৭৬ ও ১৯৯২ সালে তিনি কারারুদ্ধ হন।
জনসম্মুখে না এসে আড়াল থেকে তৎপরতা চালাতেন বলে বাংলাদেশের রাজনীতিতে সিরাজুল ইসলাম খান ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিতি পান।