প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেছেন।
মঙ্গলবার (৬ জুন) সকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সরকারি অফিসে ওই বৈঠক হয়। বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়ে আইনমন্ত্রী গণমাধ্যমকে বলেন, শ্রম আইন নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশের শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু বক্তব্য ছিল। সেসব বিষয় নিয়েই রাষ্ট্রদূত বাংলাদেশের সরকারের বক্তব্য জানতে চেয়েছেন। এই আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।