ফারুকের আসনে উপনির্বাচন ১৭ জুলাই, ভোট ব্যালটে
ব্যালটের মাধ্যমে আগামী ১৭ জুলাই প্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের ঢাকা-১৭ শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত এ আসন।
বৃহস্পতিবার (১ জুন) নির্বাচন ভবনে এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
তিনি বলেন, আগামী ১৫ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। মনোনয়নপত্র বাছাই ১৮ জুন। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন। আর ভোটগ্রহণ ১৭ জুলাই। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে।
গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফারুক। এরপর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন তিনি।