ওমানের নতুন চার্জ দ্যা অ্যাফেয়ার্সের পরিচয়পত্র পেশ
ঢাকার ওমান দূতাবাসের নতুন চার্জ দ্যা অ্যাফেয়ার্স আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বুলুশি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নিকট পরিচয়পত্র পেশ করেছেন।
রবিবার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাস্থ ওমানের সালতানাতের দূতাবাসে নতুন চার্জ দ্যা অ্যাফেয়ার্স (সিডিএ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বুলুশিকে। তিনি আজ মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে তার পরিচয়পত্র জমা দিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে ওমানের নতুন রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। তিনি তার চিঠি গ্রহণ করেন এবং দ্রুত একজন উচ্চ যোগ্য কূটনীতিককে সিডিএ হিসেবে পাঠানোর জন্য ওমানি সরকারকে ধন্যবাদ জানান।
সিডিএ আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বুলুশি এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়থেকে তাকে দেওয়া সমর্থন ও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বুলুশির দায়িত্ব পালনকালে তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মন্ত্রী সিডিএকে টোকেন উপহারও দেন এবং বাংলাদেশে তার সাফল্য কামনা করেন।
আরইউ/এমএমএ/