গাজীপুর সিটি নির্বাচনের পরিবেশ এখনো ভালো: ইসি আলমগীর

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো এবং প্রার্থীরা শান্তিপূর্ণভাবে প্রচার চালাচ্ছেন। ভোটের দিন ফলাফল ঘোষণা পর্যন্ত এ পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশাবাদী।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত গাজীপুরে যে পরিস্থিতি তাতে কেবল বাংলাদেশ নয়, এই সাবকন্টিনেন্টের কনটেক্সটে অত্যন্ত ভালো আছে এবং নির্বাচনের দিন ফলাফল পর্যন্ত ভালো থাকবে।’
সোমবার (২২ মে) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গাজীপুর সিটি নির্বাচনকে ঘিরে শুরুর দিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও মন্ত্রী, এমপিদের সতর্ক করা এবং নৌকার প্রার্থীকে তলবের মধ্য দিয়ে তা সামলে নিয়েছে। পরবর্তী সময়ে প্রচারণা নিয়ে বড় ধরনের অভিযোগ না থাকলেও এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের প্রচারে বাধা ও হামলার অভিযোগও উঠেছে।
এসব বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘অত্যন্ত শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠুভাবে প্রচার হচ্ছে। মেইনস্ট্রিমের মিডিয়ায় গাড়ি ভাঙচুরের কোনো ভিডিও আসেনি। কোনো পত্রিকাতেও লেখা হয়নি। গতকাল আমি নিজে গিয়েছি গাজীপুর। এর আগেও গিয়েছি। অত্যন্ত সুন্দরভাবে প্রচার হচ্ছে। তারপরও আমাদের দেশে সংস্কৃতি যেটা দ্বিতীয় পক্ষ মুখোমুখি হয়ে যায়। এ পক্ষও স্লোগান দেয়, সেপক্ষও স্লোগান দেয় স্বাভাবিকভাবেই। তখন পুলিশ থাকে মাঝে। পুলিশ সুন্দরভাবে ভূমিকা পালন করছে।’
তিনি বলেন, গাজীপুর সিটি নির্বাচন পরিস্থিতি কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে।
আলমগীর হোসেন বলেন, এ সিটিতে ৫৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। প্রত্যেক ম্যাজিস্ট্রেটের সঙ্গে বিজিবি, র্যাব থাকবে, বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবে। এরপরও নির্বাচন সুষ্ঠু না হওয়ার তো কোনো কারণ নেই। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে যাক। তারপর যদি কেউ বাধা দেয় তখন বলুক, আমাদের কাছে পাঠাক যে ওমুকে বাধা দিচ্ছে। দেখেন তখন কী হয়। কঠিন অ্যাকশন হবে। গাজীপুরে মিটিংয়ে স্ট্রেইট বলা হয়েছে-কোনো ভোটারকে, কোনো এজেন্টকে কোনো রকম বাধা দিলে তার বিরুদ্ধে অ্যাকশন হবে, সে যেই হোক।
নির্বাচন কমিশনার বলেন, কমিশন সিসি ক্যামেরায় ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। প্রত্যেকটা বুথে সিসি ক্যামেরা থাকবে। ঢাকায় বসে সিইসিসহ অন্যান্য কমিশনার, কর্মকর্তা এবং সাংবাদিকরা তা পর্যবেক্ষণ করবেন। কোনো অভিযোগ পাওয়া গেলে আইনে যেভাবে অ্যাকশন নেওয়ার কথা সেভাবেই নেওয়া হবে। গাইবান্ধায় তো কেবল নির্বাচন বন্ধ করা হয়েছে, এখানে তার চাইতেও কঠিন অ্যাকশন হবে। আপনারা দেখেন।’
গাজীপুর সিটি করপোরেশনের ভোট গ্রহণের বাকি আর মাত্র দুই দিন। আগামীকাল মঙ্গলবার প্রচারনার শেষ দিন। আগামী বৃহস্পতিবার (২৫ মে) এই সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এনএইচবি/এমএমএ/
