যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন
গত বছর ৬২১৩ দুর্ঘটনায় নিহত ৮৫১৬ জন
২০২১ সালে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ৮৫ দিন গণপরিবহন বন্ধ থাকা সত্ত্বেও সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৬ হাজার ২১৩টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৮ হাজার ৫১৬ জন এবং আহত হয়েছে ৯ হাজার ৭৫১ জন।
রবিবার (২৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির ‘বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২১ প্রকাশ’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এসব তথ্য জানান।
২০২১ সালে ৫ হাজার ৬২৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ হাজার ৮০৯ জন এবং আহত হয়েছেন ৯ হাজার ৩৯ জন।
একই বছর রেলপথে ৪০২টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৩৯৬ জন নিহত ও ১৩৪ জন আহত হয়েছেন।
নৌপথে ১৮২টি দুর্ঘটনায় ৩১১ জন নিহত ও ৫৭৮ জন আহত হন। এসব দুর্ঘটনায় ৫৪৪ জন নিখোঁজ রয়েছেন।
দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রগুলোতে প্রকাশিত দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে জানিয়ে মোজাম্মেল হক চৌধুরী বলেন, এসব দুর্ঘটনায় ২ হাজার ৩৫০ জন চালক, ১ হাজার ৭১৫ জন পথচারী, ১ হাজার ১৭ জন পরিবহন শ্রমিক, ৪৩০ জন ছাত্রছাত্রী, ১১১ জন শিক্ষক, ২৩৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১ হাজার ৭৬ জন নারী, ৬৩৮ জন শিশু, ৪২ জন সাংবাদিক, ২৭ জন চিকিৎসক, ১৪ জন আইনজীবী ও ১৮ জন প্রকৌশলী এবং ১৬১ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ১০ জন মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. হাদিউজ্জামান, গণপরিবহন বিশেষজ্ঞ আবদুল হক, মানবাধিকার কর্মী নুর খান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরইউ/এসএ/