বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২ মাঘ ১৪৩১
Dhaka Prokash

শিক্ষার্থীরা আসল না কেন প্রশ্ন শিক্ষামন্ত্রীর

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন ভেঙে আলোচনায় বসার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আলোচনাই হলো শ্রেষ্ঠতম পথ। আন্দোলনকারীদের সঙ্গে আমি নিজে কথা বলেছিলাম। আমি তাদের বলেছিলাম আলোচনার মাধ্যমে যে কোন সমস্যার সমাধান করা যায়। ওরা তখন খুবই উৎসাহের সঙ্গে বলেছিল ম্যাম আপনি যেখানে যখনই বলবেন তখনই আপনার সঙ্গে কথা বলতে চাই। এরপর এক ঘণ্টা পরেই তারা মত পাল্টে বলল অনশনরত বন্ধুদের রেখে তারা আসতে চায় না। এর পেছনে কারা আছে? ঠিক কী কারণে তাদের সিদ্ধান্ত বদলালো, কাদের প্রভাবে, কোনো প্রভাব আছে কী-না সেটা একটু খুঁজে দেখেন।

শনিবার (২২ জানুয়ারি) রাতে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে শাবিপ্রবি বিশ্ববিদ্যালয় চলমান জট খুলতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি ও শাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতির নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। প্রায় দুই দই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শাবিপ্রবির চলমান সংকট নিরসনে আমাদের রাজনৈতিক প্রতিনিধি দল সেখানে গেছেন, আলোচনা করেছেন। আমিও সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছিলাম। সেখানে তখন বলেছিলাম আলোচনার মাধ্যমে যে কোন সমস্যার সমাধান করা যায়। ওরা (শিক্ষার্থীরা) তখন খুবই উৎসাহের সঙ্গে বলেছিল ম্যাম আপনি যখন যেখানেই বলবেন তখনই আপনার সঙ্গে কথা বলতে চাই। আমি বলেছিলাম ঠিক আছে আপনার (শিক্ষার্থীরা) আজকে বা কালকে আসেন আমি কথা বলব। ওরা বলল না। কালকেও না, আজকেই আসতে চাই। তারা (শিক্ষার্থীরা) বলেছিল আজকে আপনি সময় দেবেন কি-না? আমি বলেছি হ্যাঁ নিশ্চই, আমি সময় দেব। ওরা তখন বলেছে এক ঘণ্টার মধ্যে জানিয়ে দেব কারা কারা আসব। এতো উৎসাহ নিয়ে তার আসতে চেয়েছিল। এরপর ঘণ্টা খানেক পরেই তারা আবার জানিয়েছে তারা তাদের অনশনরত বন্ধুদের রেখে আসতে চায় না। তারা ভাচ্যুয়ালি কথা বলতে চায়।

তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে যে যেরকম ইস্যু তাতে আমাদের শিক্ষার্থী-শিক্ষক সবাই মিলে যদি একটু কথা বলতে পারতাম সেটা তাহলে অনেক ভাল হয়। ভার্চ্যুয়ালি অত ভাল নাও হতে পারে। আমি ঠিক এই মুহুর্তে যেতেও পারছি না, পারিবারিক অসুস্থতার কারণে। সেই কারণে আমি অনুরোধ করেছিলাম আসতে। উনারা সিদ্ধান্ত নিয়েছেন হয় ভার্চ্যুয়ালি, না হয় যদি আমি যেতে পারি তাহলে এরকম একটা কথা বলেছে।

শিক্ষামন্ত্রী বলেন, শাবিপ্রবি খুবই ভালভাবে চলেছে। গত চার বছর খুবই ভালভাবে চলেছে যে কারণে উপাচার্য পুনরায় নিয়োগ পেয়েছেন। গত কয়েক দিন যে ঘটনা ঘটেছে। প্রথমে একটি অসন্তোষ থেকে। এরপর পুলিশি অ্যাকশন একটা ঘটেছে। সেখানে শিক্ষক-শিক্ষার্থী সকলেই কম বেশি আহত হয়েছে। কোথাও এরকম অ্যাকশন চাই না। কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষিতে তারা গেছেন সেহুলো খতিয়ে দেখা দরকার। শিক্ষার্থীদের যে কোন ধরণের সমস্য হতেই পারে, অভিযোগ থাকতেই পারে। যখনই সমস্যা হয় সমাধানও সেরকমই হয়। আলোচনা হচ্ছে শ্রেষ্ঠতম পদ। তারপরও একটা পর্যায়ে গিয়ে এটি এখন ভিন্ন দাবিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, শিক্ষকরা উপর্যপুরি সকল শিক্ষক মিলে শিক্ষার্থীদের কাছে গেছেন, বার বার গেছেন। তাদের কাছে মনে হয়েছে তারা কথা বলতে পারছেন না। অনশনকারীদের চারপাশে আরও অনেকে আছেন, যারা হয়তো স্লোগান দিচ্ছেন ওখানে অবস্থান করছেন এবং তাদের হয়তো বিভিন্ন কারণেই যারা অনশন করছেন শিক্ষকরা তাদের কাছে পর্যন্ত পৌঁছতে পারছে না। তাদের (শিক্ষার্থীদের) কাছে যেটি বলতে চান সেটি সঠিকভাবে বলতে পারেননি।

শিক্ষার্থীদের অনশন আমাদের ভাল লাগার কথা না। আমরা চাই তাদের অনশন প্রত্যাহর করুক। অনশন প্রত্যাহার করে আলোচনায় বসুক বা এখন এই অনশনরত অবস্থাতেও যদি আলোচনা করতে চায় তাও করতে পারে।

তিনি বলেন, সফল নেতৃত্বের কারণেই দ্বিতীয় মেয়াদে দাঁয়িত্ব পেয়েছেন ভিসি। তারপরও গত ৭ দিনে কোন ভুল করেছেন কি-না সেটাও তো আলোচনার বিষয়। খুবই ভাল চালিয়েছি গত ৪ বছর কিন্তু তারপরও ভুল করতে পারি। উনি ভুল করেছেন কি-না সেটাও খতিয়ে দেখতে হবে। সকলের মতামত নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের দিকে যেতে পারব। শিক্ষার্থীরা যখনই চাইবে তখনই আলোচনা হবে। তারা কিন্তু রাজি ই ছিল।  

এসএম/

Header Ad
Header Ad

হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা। ছবি: সংগৃহীত

তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর আদালত প্রাঙ্গণে সংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঈশ্বরদী থেকে আসা বিএনপির একদল উচ্ছৃঙ্খল নেতাকর্মী এই ঘটনায় জড়িত বলে অভিযোগ৷

রায় ঘোষণার পর বুধবার বেলা ১২টার দিকে হাইকোর্টের এনেক্স ভবনের সামনে এই ঘটনা ঘটে৷ সেখানে এ মামলায় আসামিপক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা৷

হামলায় আহত হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রির্পোটার জাবেদ আক্তার৷ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ হামলার সময় বৈশাখী টেলিভিশনের মাইক্রোফোন ভাঙচুরসহ মারধর করা হয় আরও কয়েকজন সাংবাদিককে৷

ঘটনাস্থলে উপস্থিত আইনজীবীরা অভিযোগ করে বলেন, হঠাৎ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিতিতে শতাধিক নেতাকর্মী হোট্টগোল শুরু করেন৷ এর প্রতিবাদ জানালে এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালান নেতাকর্মীরা৷

ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ব্রিফিং বর্জনের পাশাপাশি এনেক্স চত্বরের বসে পড়েন সাংবাদিকরা৷ এ ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের চিহ্নিত করার দাবি জানান সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা৷

Header Ad
Header Ad

বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

প্রধান উপদেষ্টার কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ দুই সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রতিবেদনগুলো হস্তান্তর করেন।

সংস্কার কমিশনের প্রতিবেদন কী রয়েছে- তা নিয়ে বিস্তারিত জানা না গেলেও জনপ্রশাসন সংস্কার নিয়ে শতাধিক সুপারিশ থাকতে পারে বলে আগে জানা গিয়েছিল।

গত ৮ আগস্ট সরকার গঠন করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয়।

গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছিলেন, আমাদের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল গত মাসে। কিন্তু আমরা আমাদের কাজের কারণে পারিনি। কারণ আমরা মাঠে গিয়েছি, লোকজনের সঙ্গে কথা বলেছি। বিভিন্ন জেলা-উপজেলায় গিয়ে আমরা কথা বলেছি, অনলাইনে আমরা মতামত নিয়েছি। প্রতিবেদনে ১০০টির বেশি সুপারিশ থাকছে। এখন এর বাইরে আমি কিছু জানাতে পারব না।

গত ৩ অক্টোবর ৮ সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে সরকার। পরে কমিশনের সদস্য সংখ্যা আরও তিনজন বাড়ানো হয়। ৩ মাসের মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন হস্তান্তর করতে বলা হয়। এরপর তিন দফা বাড়িয়ে কমিশনের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ায় বেঁধে দেওয়া বর্ধিত সময়ের ১০ দিন আগেই প্রতিবেদনটি জমা দেওয়া হলো।

অন্যদিকে বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয় ৩ অক্টোবর।

Header Ad
Header Ad

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সবজিবাহী পিকআপ খাদে, চালকসহ নিহত ৩

গাজীপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ৩জন নিহত হয়েছে। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ৩জন নিহত হয়েছে। আজ বুধবার সকালে জয়দেবপুর-ইটাখোলা সড়কের নোয়াপাড়া মৈশাইর এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, নিহত ৩ জনের বয়স ৩০ থেকে ৩৫ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী থেকে শসা বোঝাই করে একটি পিকআপ জয়দেবপুরের দিকে যাচ্ছিল। কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া মৈশাইর এলাকায় পৌঁছালে অটোরিকশাকে পাশ কাটানোর সময় পিকআপের চালক নিয়ন্ত্রণ হারান। পিকআপটি সড়কের পাশে প্রায় ১৫ ফুট গভীর একটি খাদে পানিতে পড়ে যায়। চালকসহ তিনজন সেখান থেকে বের হতে পারেননি। ঘটনাস্থলে ওই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সবজিবাহী একটি পিকআপ খাদে পড়ে গেলে তিনজন পানির নিচে আটকে পড়েন। সেখানেই তাঁদের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন চালক। একজন চালকের সহযোগী এবং একজন সবজি ব্যবসায়ী হবে বলে ধারণা করা হচ্ছে।

ওসি মো. আলাউদ্দিন জানান, নিহত ব্যক্তিদের পরিচয় উদ্ধার করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা
বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর
গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সবজিবাহী পিকআপ খাদে, চালকসহ নিহত ৩
নতুন রাজনৈতিক দল গঠনে জনগনের মতামত চাইলো হাসনাত  
এই ফটো তোলোস কেন? আদালত চত্বরে শাহজাহান ওমর  
মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত : প্রেস সচিব  
পটুয়াখালীতে বাংলাভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম  
উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ    
সুইডেনে স্কুলে বন্দুক হামলা নিহত ১০ জন  
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার  
জাবিতে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের ঘোষণা  
মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়েছে, আওয়ামী লীগও বিলুপ্ত হবে : সলিমুল্লাহ খান
ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বীসহ ৮ বুয়েট শিক্ষার্থী আজীবন বহিষ্কার  
জীবননগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক
নগদের সাবেক চেয়ারম্যান-এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকা জালিয়াতির মামলা
৮ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে নতুন মার্কিন ভিসা আবেদন প্রক্রিয়া
ক্যাম্পাসের মসজিদে কোরআন পুড়িয়েছে রাবি ছাত্র, জানা গেল পরিচয়