আইসিইউতে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) ঢাকাপ্রকাশকে এই তথ্য নিশ্চিত করেন তার ছেলে ব্যরিস্টার মাহবুব শফিক।
লিভার সংশ্লিষ্ট অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক টেকনোক্রেট মন্ত্রী শফিক আহমেদ। তাঁর সর্বশেষ অবস্থা জানতে চাইলে ছেলে মাহবুব শফিক বলেন, ‘ভালো বলা যাবে না, আবার খুব খারাপ আছে, তাও বলা যাবে না।’
আইসিইউ প্রসঙ্গে মাহবুব বলেন, ‘তিনি আইসিইউতে আছেন। অবশ্য আইসিইউর কোনো সাপোর্ট প্রয়োজন হয় না। কিন্তু আইসিইউর কোনো সাপোর্ট প্রয়োজন হলে তাৎক্ষণিক যেন নেওয়া যায়, তাই রাখা।’
তিনি জানান, ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে ডা. মামুন স্বপ্নীলের তত্ত্বাবধানে বাবার চিকিৎসা চলছে।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি রাতে ব্যারিস্টার শফিক আহমেদেকে হাসপাতালে ভর্তি করা হয়। চারবার তার করোনা টেস্ট করানো হয়েছে। কিন্তু রেজাল্ট নেগেটিভ বলেও জানান তার ছেলে আইনজীবী মাহবুব শফিক।
এমএ/এসআইএইচ