‘সরকারের প্রতিটি বিভাগকে সততার সঙ্গে কাজ করতে হবে’
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, আমরা জনগণের সেবক। জনগণের সেবা করায় আমাদের মূল লক্ষ্য। বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কাজ করছে। এজন্য সরকারের প্রতিটি বিভাগকে সততার সঙ্গে কাজ করতে হবে।
শনিবার (৬ মে) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সরকারের মূল উদ্দেশ্য হলো জনগণের সার্বিক সেবার মান উন্নয়ন করা। এজন্য জনপ্রতিনিধিদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাদের সঙ্গে সংযত ও সুশৃঙ্খল আচরণ করতে হবে। সরকার জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে। সরকারের পক্ষে দেশের সার্বিক উন্নয়নে আমরা কাজ করব। জনগণের সঙ্গে সদাচরণ করায় আমাদের নৈতিক দায়িত্ব। দেশের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে হবে। এর পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো গুজব ছড়ানো যাবে না। যারা গুজব সৃষ্টি করে তাদের প্রতিহত করতে হবে।
মাহবুব হোসেন আরও বলেন, পদ্মা সেতু তৈরিতে যে বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিয়েছিল তারাই আজ বাংলাদেশের উন্নয়ন দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঋণ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। দেশ আজ অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছে।
জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান প্রমুখ।
এসজি