সিইসি ও ইসি নিয়োগ বিল উঠছে সংসদে
বহুল প্রতীক্ষিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগের বিধান সম্বলিত বিল সংসদে উত্থাপন হতে যাচ্ছে।
রোববার (২৩ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রীর প্রস্তাব সংসদে গৃহীত হলে বিলটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্তিক সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে। সংসদীয় কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দিলে বিলটি পাসের প্রস্তাব করবেন আইনমন্ত্রী। এর মধ্য দিয়ে দীর্ঘ ৫০ বছরের প্রতীক্ষার অবসান ঘটবে।
স্বাধীনতার পর প্রথম প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে আইন হতে যাচ্ছে। দেশের সব রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে দ্রুততার সঙ্গে আইন করার সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার।
সংসদ সচিবালয় থেকে প্রকাশিত রোববার কার্যসূচিতে থেকে দেখা গেছে, আইন প্রণয়ন কার্যাবলীতে ৪(ক) সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ উত্থাপন করবেন আইনমন্ত্রী।
এর আগে গত ১৭ জানুয়ারি সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটির খসড়া অনুমোদন দেওয়া হয়।
প্রসঙ্গত বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠন করার বাধ্যবাধকতা রয়েছে। তাই আইনটি পাস করে নতুন নির্বাচন কমিশন গঠনের দিকে হাটছে সরকার।
এসএম/এসএন