সংসদ অধিবেশন চলবে ৯ এপিল পর্যন্ত, শুক্রবার রাষ্ট্রপতির ভাষণ
বাংলাদেশ জাতীয় সংসদের ৫০বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু হয়েছে বৃহস্পতিবার (৬ এপ্রিল)।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের এই বিশেষ অধিবেশন (একাদশ সংসদের ২২তম) শুরু হয়। এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন আগামী ৯ এপ্রিল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (৭ এপ্রিল) সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এরপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ প্রস্তাব উত্থাপন করেন।
অধিবেশনের শুরুতে স্পিকার সব সংসদ সদস্যদের স্বাগত জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যরা ও চার জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে স্পিকার বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের ৫০বছর ও সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছি।
১৯৭৩ সালের ৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ অধিবেশনে ভাষণ দেন। শুক্রবার সেই মাহেন্দ্রক্ষণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই মহান সংসদে স্মারক বক্তৃতা দেবেন। সবার অংশগ্রহণে সংসদের বিশেষ অধিবেশন কার্যকর ও প্রাণবন্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এরপর স্পিকার সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। সভাপতিমণ্ডলীর সদস্যরা হচ্ছেন-এইচ এন আশিকুর রহমান, আসাদুজ্জামান নূর, মো. মকবুল হোসেন, কাজী ফিরোজ রশীদ ও কানিজ ফাতেমা আহমেদ। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা অগ্রবর্তিতার ভিত্তিতে সংসদে সভাপতির দায়িত্ব পালন করবেন।
এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ অধিকাংশ সংসদ সদস্য অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন।
এরপর সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন স্পিকার। স্পিকার বলেন, বিগত অধিবেশনের পর আমরা দুইজন সাবেক মন্ত্রী ও সাতজন সাবেক সংসদ সদস্যকে হারিয়েছি। তারা হলেন- সাবেক তথ্য ও যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক তথ্য ও পাটমন্ত্রী হাবিব উল্লাহ খান এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী, রেজা আলী, মো. দেলোয়ার হোসেন, সামসুল আলম প্রামাণিক, মো. মোজাম্মেল হক, আনোয়ারুল হোসেন খান চৌধুরী ও এনামুল হক। তাদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করছে জাতীয় সংসদ।
শোক প্রস্তাবে রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের প্রতি গভীর শোক জানানো হয়। পাশাপাশি বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা প্রকাশ করা হয়। এ ছাড়া, মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প, মোজাম্বিক ও মালাবিতে উপকূলীয় ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাত, সৌদি আরবের মক্কায় ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনা, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সড়ক দুর্ঘটনাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়। পরে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
অধিবেশন শুরুর আগে স্পিকারের সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে অধিবেশনের কার্যসূচি চূড়ান্ত করা হয়।
সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শুক্রবার (৭ এপ্রিল) বিকাল ৩টায় অনুষ্ঠেয় বৈঠকে স্মারক বক্তৃতা দেবেন। এরপর সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব তুলবেন। এরপর তিনি ওই প্রস্তাব সাধারণের ওপর আলোচনা করবেন। পরে দুই দিনব্যাপী সাধারণ প্রস্তাবের উপর সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন। এরপর তা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সংসদ ১৯৭৩ সালের ৭ এপ্রিল আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল। এই হিসেবে সুবর্ণজয়ন্তী উদযাপন কর্মসূচি নেওয়া হয়েছে। এ উপলক্ষে বিশেষ অধিবেশন ছাড়াও বছরব্যাপী কর্মসূচি পালন করা হবে। আলোচনা সভা, সেমিনার, প্রদর্শনী, মেলাসহ নানা আয়োজন থাকবে। বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের মিলনমেলাও হতে পারে। ওই সকল অনুষ্ঠানে জাতীয় সংসদের ৫০ বছরের অর্জনগুলো প্রচার করা হবে। বিশ্বের সংসদীয় ফোরামগুলোতে জাতীয় সংসদের ভূমিকাও তুলে ধরা হবে। সংসদে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণগুলো দেশে-বিদেশে প্রচারের ব্যবস্থা করা হবে।
এনএইচবি/এমএমএ/