অমিক্রন পরিস্থিতিতে ডিসিদের সর্বোচ্চ সর্তকতার নির্দেশ
কোভিড-১৯ এর বিষয়ে আমাদের বক্তব্য সব সময় একই রকম। আপনারা জানেন অমিক্রনের সিভিয়ারিটি কম থাকলেও এটি ছড়াচ্ছে খুব বেশি। সে কারণে জেলা প্রশাসকরা আগে যেমন অত্যন্ত গুরুত্ত্বপূণ ভূমিকা পালন করেছেন, সেই আগের মতই যেনো সর্বোচ্চ সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে যাতে সকল কার্যক্রম জেলা পর্যায়ে পরিচালিত হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি।
জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রাস্ত কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এই অধিবেশনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন যোগ দেয়ার কথা থাকলেও কোভিডজনিত কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। যদিও তার রিপোর্ট নেগেটিভ এসেছিল। অধিক সতর্কতার জন্য তিনি অংশ নেননি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মচারীদের জন্য যেসব হাসপাতাল করার কথা, ইতোমধ্যে আমরা তিনটি বিভাগ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পেয়েছি। ইতোমধ্যে বিভাগীয় পর্যায়ে যে হাসপাতাল নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন এবং যে সমস্ত প্রস্তাব আমরা পেয়েছি তার পরিপ্রেক্ষিতে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং নির্মাণ করার কার্যক্রম চলমান আছে।
বিভাগীয় পর্যায়ে আইএমইডি’র কার্যালয় স্থাপন বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে ঘুরপাক খাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, নিশ্চয়ই এটি আমাদের কাছে পেন্ডিং আছে। আমরা নিশ্চয়ই পর্যালোচনা করে দেখব, থাকলে দিয়ে দেব।
বিষয়টি হচ্ছে, আইএমইডি থেকে আমাদের কাছে একটি প্রস্তাব এসেছে যে, যতদিন পর্যন্ত তাদের জনবল না হচ্ছে ততোদিন পর্যন্ত জেলা প্রশাসকের মাধ্যমে মনিটরিং কার্যক্রমটি আপাতত করার জন্য। সেই আপাতত করার জন্য যে বিদ্যমান লোকবল আছে তাদেরকে দিয়ে একটি শাখা গঠনের জন্য আমরা প্রস্তাব করেছি।
এনএইচবি