বহিষ্কার করলেও দল পরিবর্তন করব না: তৈমুর
দল থেকে বহিষ্কার করলেও দল পরিবর্তন করবেন না বা অন্য কোনো দলে যোগ দেবেন না বলে জানিয়েছেন বিএনপির সব পদ থেকে সদ্য বহিস্কৃত নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর মাসদাইর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।
তৈমুর আলম খন্দকার বলেন, ‘সামনের দিনগুলো বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং ইভিএমের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে চান। জনগণের অধিকার নিয়েই তিনি রাজনীতি করে যাবেন।’
নির্বাচন প্রসঙ্গে তৈমুর বলেন, ‘ইভিএম মেশিনের ত্রুটির কারণে এই ফলাফল হয়েছে।’ ইভিএমকে ‘ভোট ডাকাতির বাক্স’ বলেও উল্লেখ করেন তিনি। যে কারণে ইভিএমকে সমর্থন না করতে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তৈমুর।
দল থেকে বহিষ্কারের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৈমুর আলম খন্দকার জানান, রাজনীতি করতে গেলে একটা দল থাকতে হয়; কিন্তু পদ পদবী দরকার হয় না। তা ছাড়া তার প্রতি দলের এই সিদ্ধান্ত কেউ তাকে টেলিফোনে বা চিঠিতে জানায়নি।
দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়ে তৈমুর বলেন, ‘আমাকে পদ থেকে বহিস্কার করেছে। কর্মী থেকে তো বহিষ্কার করেনি। পদ থেকে বহিষ্কার করলেও দলের কর্মী-সমর্থক হিসেবে তিনি কাজ করে যাবেন।’ তিনি জানান, অতীতের মতো খেটে খাওয়া মানুষের পাশে থাকবেন। তবে অন্য কোনো প্ল্যাটফর্মে তিনি যাবেন না।
দলের এই সিদ্ধান্তে কারও প্রতি কোনো ক্ষোভ নেই এবং জীবনের শেষ দিন পর্যন্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি অনুগত থাকবেন বলেও জানান তৈমুর আলম খন্দকার।
জেডএকে/