৫ জেলা প্রশাসক ও ২ বিভাগীয় কমিশনার করোনায় আক্রান্ত
জেলা প্রশাসক সম্মেলনের আগেই দুই বিভাগীয় কমিশিনার ও পাঁচ জেলার জেলা প্রশাসক (ডিসি) করোনায় আক্রান্ত হয়েছেন। অবশ্য এরমধ্যে একজন কমিশনারের কোভিড রিপোর্ট নেতিবাচক এসেছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) থেকে শুরু হওয়া জেলা প্রশাসক সম্মেলনের আগে ডিসি ও কমিশনারদের কোভিড টেস্ট করতে গিয়েই ধরা পড়ে দুই বিভাগীয় কমিশনার ও পাঁচ জেলা প্রশাসকের কোভিড আক্রান্ত হওয়ার বিষয়টি।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, বরিশাল ও রাজশাহীর বিভাগীয় কমিশনার এবং কক্সবাজার, রাজশাহী, চুয়াডাঙ্গা, লক্ষীপুর ও পটুয়াখালীর জেলা প্রশাসকও কোভিড আক্রান্ত হয়েছেন। তারা ডিসি সম্মেলনে যোগ দিচ্ছেন না। অবশ্য ইতোমধ্যে রাজশাহীর বিভাগীয় কমিশানারের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব জানান, ডিসি সম্মেলনে আসা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের জানিয়ে দেওয়া হয়েছে তাদের সঙ্গে আসা গানম্যান ও গাড়ি চালককে অবশ্যই কোভিড-১৯ টেস্ট করে রিপোর্ট নিয়ে আসতে হবে।
এনএইচবি/এমএমএ/