'লবিস্ট নিয়োগে কত টাকা ব্যয় করেছে বিএনপি-জামায়াত?'

গত ৫ বছরে বিএনপি-জামায়াত লবিস্ট নিয়োগ দিয়ে কত টাকা খরচ করেছে, সে বিষয়ে তদন্ত দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সোমবার (১৭ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী একথা বলে
বিএনপি-জামায়াত কতগুলো লবিষ্ট ফার্মের নিয়োগ করেছে এবং কে এই টাকা দিয়েছেন সব কিছুর হিসাব আছে উল্লেখ করে তিনি আরও বলেন, 'এই টাকার খেলা বন্ধ করতে হবে।'
লবিস্ট নিয়োগে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, কি লজ্জার কথা। বাংলাদেশের ভবিষৎ নির্ধারণ করবে এদেশের ১৬ কোটি মানুষ। পৃথিবীর অন্য কোন দেশ বা রাষ্ট্র, সে যত শক্তিধর রাষ্ট্রই হোক না কেন? তারা বাংলাদেশের ভবিষৎ নির্ধারণ করার কোন ক্ষমতা রাখে না।
শাহরিয়ার আলম বলেন, গতকাল নারায়নগঞ্জে একটি অভূতপূর্ব নির্বাচন হয়েছে। আমরা স্বচ্ছতা জবাবদিহিতার রাজনীতিতে বিশ্বাস করি। নারায়ণগঞ্জের নির্বাচনে সেটি করা সম্ভব হয়েছে। নির্বাচন কমিশন সেটা করে দেখিয়েছে।
হ্যানো কোনো অপরাধ নেই যে তারেক রহমান করেননি উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, বিএনপি নেতারা আইনের শাসনের কথা বলেছেন। তারেক রহমানকে তার দল এখনও কিভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে? একজন সাজাপ্রাপ্ত আসামী কিভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়?
এসএম/কেএফ/
