সুপ্রিম কোর্ট অঙ্গণে টিএইচ খানের জানাজা সম্পন্ন
সুপ্রিম কোর্ট অঙ্গণে দেশের সর্বজ্যেষ্ঠ আইনজীবী তোফাজ্জল হোসেন (টিএইচ) খানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে তার জানাজা সম্পন্ন হয়।
জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের কফিনে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ল' রিপোর্টার্স ফোরামসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
রাজধানীর বনানীতে মরহুমের আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বেলা আড়াইটায় ময়মনসিংহের হালুয়াঘাটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হবে।
এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য টিএইচ খানের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচার কাজ বন্ধ রয়েছে।
সোমবার সকালে ছয় বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বেঞ্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী ও বর্তমান সম্পাদক রুহুল কুদ্দুস কাজল টিএইচ খানের মৃত্যুতে শ্রদ্ধা জানানোর বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।
এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, 'আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে, সিনিয়র আইনজীবী টিএইচ খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ পরিচালনা করা হবে না।'
প্রসঙ্গত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন টিএইচ খান গতকাল রবিবার বিকাল ৫টায় মারা যান।
এমএ/টিটি