১৩ গুণ ভোটে আবার কাউন্সিলর ‘করোনা হিরো খোরশেদ’

বিপুল ভোটে আবার কাউন্সিলর হলেন ‘করোনা হিরো’ খ্যাত মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। রবিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত নাসিক নির্বাচনে পুনরায় নির্বাচিত হলেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৩ গুণেরও বেশি ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে নারায়ণগঞ্জের ভোটাররা।
দেশে করোনা অতিমারির শুরুর দিকে চারিদিকে ছিল মৃত্যু আতঙ্ক! তখন কোথাও সন্তান মাকে করোনা রোগী ভেবে জঙ্গলে ফেলে গেছেন, আবার কোথাও করোনায় মৃতকে এলাকায় ঢুকতে দেবে না বলে সড়ক অবরোধের ঘোষণা দেয় সাধারণ মানুষ! সে সময় দৃষ্টান্তমূলক জনপ্রতিনিধি হিসেবে সর্বজনের শ্রদ্ধার পাত্র হয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) অন্যতম কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
সে সময় তিনি করোনা আক্রান্তদের সেবা করতে গিয়ে, করোনায় মৃত্যুবরণকারীদের দাফন করতে গিয়ে নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। তবুও দমে যাননি এই জনপ্রতিনিধি। নিজে আক্রান্ত হলেও করোনায় আক্রান্তদের সেবা দিয়ে গিয়েছে তার ‘টিম খোরশেদ’। সে সময় খোরশেদ পান ‘করোনা হিরো’ উপাধি।
নির্বাচনে ঠেলাগাড়ী প্রতীকে তিনি পেয়েছেন ১৩ হাজার ৭৯২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ রেডিও প্রতীকে পেয়েছেন ১ হাজার ২২ ভোট।
এমএ/এএন
