নাসিক নির্বাচনে ভোট পড়েছে ৫০ শতাংশ: ইসি সচিব

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
রবিবার (১৬ জানুয়ারি) ভোট গ্রহণ শেষে হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের একথা জানান।
শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে জানিয়ে নির্বাচন কমিশন সচিব বলেন, নির্বাচনের আগে মহড়া ভোটের সময় নারীরা কম এসেছিলেন। তাই ভোটের দিন নারীদের ভোট পদ্ধতি বুঝিয়ে দিতে সময় লেগেছে।
ভোটকেন্দ্রে যারা এসেছেন সবাই ভোট দিতে পেরেছেন জানিয়ে হুমায়ুন কবীর বলেন, কমিশনে কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি।
রবিবার নারায়ণগঞ্জের সিটি নির্বাচন ছাড়াও টাঙ্গাইল–৭ আসনে উপনির্বাচন ও পাঁচ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচন সম্পর্কে ইসি সচিব বলেন, এসব স্থানেও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। ৫ পৌরসভায় প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে। টাঙ্গাইলে পায় ৩১ শতাংশ ভোট পড়েছে।
আরইউ/এএস
