পাঁচ বছরের মধ্যে নারায়ণগঞ্জের নির্বাচন সর্বোত্তম : মাহবুব তালুকদার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন পরিদর্শনে আদর্শ স্কুল কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহবুব তালুকদার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে নিজেদের পাঁচ বছর মেয়াদের ‘সর্বোত্তম’ নির্বাচন বলে দাবি করলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। রবিবার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জের নির্বাচন সরেজমিন পরিদর্শন শেষে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে লিখিত বক্তব্যে তিনি এ দাবি করেন।
দুপুরে নারায়ণগঞ্জে ভোট দেখতে যান নির্বাচন কমিশনার। তিনি ৪টি কেন্দ্রের ১৪টি বুথ পরিদর্শন করেন ।
‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে-আমার কথা’ শীর্ষক বক্তব্যে মাহবুব তালুকদার বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন আমাদের কার্যকালে সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচন। এটি ছিল আমার অনেক প্রত্যাশার স্থান। কারণ, আমি ইতোপূর্বে বলেছি যার শেষ ভালো, তার সব ভালো।’
মাহবুব তালুকদার বলেন, ‘বিগত ৫ বছরে যতগুলো সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় আমাদের প্রথম কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন ও সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সর্বোত্তম।’
তিনি জানান, নারায়ণগঞ্জে নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন কারণে কিছু সংখ্যক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেও এ সম্পর্কে কোনো সংখ্যা জানা যায়নি। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি নিজে সবসময় গায়েবি মামলার বিরোধিতা করেছি। নির্বাচন কালে গায়েবি মামলার হিড়িক পড়ে যায় কেন, তা এক প্রশ্ন। এই নির্বাচন কালেও পুরোনো মামলায় আটক অব্যাহত রয়েছে, যা দুঃখজনক।’
২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে পাঁচ সদস্যের ইসিতে নানা কর্মকাণ্ডে বারবার আলোচিত হয়েছেন মাহবুব তালুকদার।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিএনপি নেত্রীর উপদেষ্টা পদ থেকে অব্যাহতি পাওয়া অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
নগরীর ২৭টি ওয়ার্ডের ১৯২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। বিরতি হীনভাবে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে এবার ভোট হচ্ছে।
এপি/