প্রতিক্রিয়া
নির্বাচন সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হতে দেখেছি

আমাদের জাতীয় সংসদ নির্বাচনের পরে ইদানিং কালের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও গুরুত্ববহ নির্বাচন হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। আজকে যেভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে, তাতে আমি অবশ্যই সন্তোষ ব্যক্ত করবো। কারণ বিপুল পরিমাণ ভোটার সমাগম হয়েছে। পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করেছেন। নির্বাচনী ব্যবস্থাপনায় সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও নির্বাচন সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হতে দেখেছি।
আমি মনে করি, এই কৃতিত্ব প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর । কারণ তারা দুজনেই এ ব্যপারে শক্ত অবস্থানে ছিলেন। যেকোন মূল্যে যেন নির্বাচনী পরিবেশ সুন্দর স্বাভাবিক থাকে, এ ব্যপারে তারা সচেষ্ট ছিলেন। তাদের নেতাকর্মীরাও এ ব্যপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন দেখেছি।।
কমিশনের পক্ষ থেকে যে ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে, ইভিএম কার্যকর করার ক্ষেত্রে, তা যথোপযুক্ত ছিল। তবে ইভিএম ব্যবহারের যে প্রশিক্ষণ, এটি সবসময় চালু রাখতে হবে। তা না হলে ভোটাররা অনেক সময় অস্বস্থিতে পড়ছেন। অনেক সময় কিংকর্তব্যবিমূঢ় হচ্ছেন অনভ্যাসের কারণে। এই বিষয়টি আমলে নেয়া দরকার। কমিশনের অংঙ্গ প্রতিষ্ঠানকে এ ব্যপারে তাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
সবশেষে বলবো, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণ এবং স্বতঃস্ফূর্তভাবেই সম্পন্ন হয়েছে। এখন কি ফলাফল দাঁড়ায় সেটিই আমাদের দেখার বিষয়।
লেখকঃ শিক্ষাবিদ ও নির্বাচন বিশেষজ্ঞ
